Also read in

HSLC exam starts on Thursday, question of General science will be in Braille method for the visually impaired

বরাক বুলেটিন, শিলচর, ১২ ফেব্রুয়ারিঃ আগামী ১৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবছর কাছাড় জেলা থেকে পরীক্ষায় বসছে ১৮ হাজার ৬১১জন পরীক্ষার্থী। এরমধ্যে মাধ্যমিকে অর্থাৎ এইচএসএলসি তে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৩৬৪ জন। এবং হাই মাদ্রাসায় বসছে ২৪৭ জন পরীক্ষার্থী।

কাছাড় জেলায় এ বার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ৩৪ টি পরীক্ষা কেন্দ্রে। সঙ্গে রয়েছে ৩ টি সাব সেন্টার। প্রতিটি কেন্দ্রে একজন করে সুপারভাইজিং অফিসার নিয়োগ করা হয়েছে পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য। এছাড়া মাধ্যমিক পরীক্ষায় নজরদারি রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি ৮ জন ম্যাজিস্ট্রেটকে নিযুক্তি দিয়েছেন। একই সঙ্গে সিসি টিভির আওতায় আসছে সব পরীক্ষা কেন্দ্র। কাছাড়ের স্কুল পরিদর্শক কার্যালয় থেকে এ খবর জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে থাকবে দুজন করে নিরাপত্তারক্ষী।

এবারের পরীক্ষায় দৃষ্টিহীনদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। যে পাঁচটি কেন্দ্রে এ বৎসর দৃষ্টিহীন পরীক্ষার্থীরা রয়েছেন, সেই পাঁচটি কেন্দ্রে ব্রেইল পদ্ধতির বিজ্ঞান প্রশ্ন পত্র পাঠানো হবে, সাথে সাধারণ প্রশ্নপত্রও থাকবে। এবছর মোট ১৩ জন দৃষ্টিহীন মাধ্যমিক পরীক্ষায় বসছে।

Comments are closed.