Also read in

India Club starts with an easy win in Silchar DSA's Assam Premier Club Championship

সহজ জয় দিয়ে অভিযান শুরু ইন্ডিয়া ক্লাবের

ফের একবার চরম একপেশে ম্যাচ দেখা গেল অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই আসরে এদিন মুখোমুখি হয়েছিল সুপার ডিভিশনের ইন্ডিয়া ক্লাব এবং ওয়েসিস ক্লাব। তবে প্রথম দু দিনের মতো রবিবারও একরাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হলো ক্রিকেটপ্রেমীদের। কারণ ইন্ডিয়া ক্লাবের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ক্লাব ওয়েসিস। যার ফলে চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ১০৯ রানের সহজ জয় তুলে নিল ইন্ডিয়া ক্লাব। এর সঙ্গেই জয় দিয়ে অভিযান শুরু হলো তাদের।
অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ এর দল গঠনে কোন বাধ্যবাধকতা নেই। তাই এই প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারী দল গুলি অন্য ক্লাব থেকেও খেলোয়াড় নিয়ে নিজেদের দল গড়েছে। ইন্ডিয়া ক্লাব ও ক্লাব ওয়েসিস জেলার অন্য ক্লাব থেকে খেলোয়াড় নিয়েছে। তবে এরপরও কিন্তু দু’দলের মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে। এরই প্রতিফলন ঘটেছে ম্যাচে।

এদিন সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৫ উইকেটে ২৫২ রান করে ইন্ডিয়া ক্লাব। অর্ধশত রানের ইনিংস খেলেন গোবিন্দ রাজবংশী (৭৭) ও প্রশান্ত কুমার (৬২)। এছাড়াও ভালো অবদান রাখেন দেবাশীষ শইকীয়া (৩৬), রেহান মজুমদার (৩৩) ও পারভেজ মোশাররফ (১৬)। বিপক্ষের দেবজ্যোতি পাল ও দীপঙ্কর দাস দুটি করে উইকেট নেন।

জবাবে ৩২ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় ওয়েসিস। উল্লেখযোগ্য অবদান রাখেন সুরজ যাদব (৩৪), শুভম রায় (২৯), দিপজ্যতি দাস (২৭) এবং মিহির বর্মন (১৬)। চন্দ্রদ্বীপ দাস নেন ৩ উইকেট।এছাড়া রুদ্রজিত ডেকা ও সাদিক ইমরান চৌধুরি নেন দুটি করে।

Comments are closed.