Also read in

India deports 30 Bangladeshi nationals via Karimganj border

আজ করিমগঞ্জ সীমান্ত দিয়ে ৩০ জন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীকে নিজের দেশে ফেরত পাঠানো হলো। গতকাল এদের শিলচর, তেজপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, জোরহাট, শোণিতপুর কেন্দ্রীয় কারাগার থেকে করিমগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।

আজ সকাল থেকে করিমগঞ্জ সীমান্ত চৌকিতে সাজো সাজো রব পড়েছিল। সকালে সবাইকে সীমান্ত চৌকিতে নিয়ে এসে একজন একজন করে নাম ধরে ডেকে নিয়ে তল্লাশি করে তারপর নৌকায় পাঠানো হয় । উল্লেখ্য, এর আগে সুতারকান্দি স্থল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছিল। করিমগঞ্জ সীমান্ত দিয়ে যেহেতু পারাপার নৌকায় হয়ে থাকে, তাই এই অনুপ্রবেশকারীদেরকেও নৌকা করেই পাঠানো হলো তাদের দেশে। করিমগঞ্জ সীমান্ত পুলিশ এদের করিমগঞ্জ স্টিমার ঘাট থেকে জকিগঞ্জে নিয়ে গিয়ে বিজিবি ও জকিগঞ্জ সদর মহকুমা প্রশাসনের হাতে আনুষ্ঠানিকভাবে সমঝে দেয়।

আজ যারা নিজের দেশে ফিরে গেল তারা হল বাংলাদেশের ময়মনসিংহের আসমা বেগম (৩৭), কুমিল্লার সালেহা আক্তার (২৩), নেত্রকোনা জেলার সুচিত্রা বিশ্বাস (৪৩), সিলেট জেলার আব্দুল কুদ্দুস (৪৫), খাগড়াছড়ির নুরুল আমিন (৩০), জামালপুরের চান্দ মিয়া (৪৯), পাঁচঘড়ির ইলিয়াস আহমেদ (৩০), চাঁদপুরের নূর মোহাম্মদ গাজী (৫৫), কক্সবাজারের নুরুল আলম (৩২), বগুড়ার বাসিন্দা আব্দুল কালাম আজাদ (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহিদুল হক (৩৮), সিংড়ার সাইদুর রহমান (৫৩), কুমিল্লার মোহাম্মদ জাভেদ (৪৮), ফরিদপুরের মোজাহার মোল্লা (৪০), কুড়িগ্রামের সাদ্দাম হোসেন (২২), পাবনা জেলার ফজর আলী মোল্লা (৩৭), শাকিরার আজবাহার পিয়াদা (৬৫), কুমিল্লার কার্তিক চন্দ্র শীল (৪০), নাটোরের ইউনিস আলি (৩৫), কক্সবাজারের আরিফুল হাকিম (৩৮), কুমিল্লার মহিন আলী (৩৭), চট্টগ্রামের আশিস দাস (৫১), কুমিল্লার আবুল খয়ের(৩০), দিনাজপুরের জাহাঙ্গীর আলম (৩৮), নেত্রকোনার আবদুল কাশেম (৫০), সুনামগঞ্জের লক্ষণ চক্রবর্তী (২৭), পাঁচ ঘড়ির জাহানুর আলম (৩৯), চুয়াডাঙ্গার মোহাম্মদ আব্দুল্লা(৪৬), খুলনা জেলার আবদুল কালাম মোল্লা (৪৮), বাবুল সর্দার (৩৬)।

উল্লেখ্য, বিভিন্ন সময়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করা এই বাংলাদেশীদেরকে শোণিতপুর, মরিগাও ও ধেমাজি জেলার পুলিশ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছিল।

Comments are closed.