Instead of 12 noon the final draft to be out at 10 AM; "No need to worry" says Sarbananda
*এনআরসির চূড়ান্ত খসড়া দুপুর বারোটার পরিবর্তে কাল সকাল ১০টায় প্রকাশিত হবে*
চূড়ান্ত খসড়া প্রকাশের প্রাক মুহুর্তে আজ মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে গুয়াহাটিতে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানান ,জাতীয় নাগরিক পঞ্জির যে খসড়া তালিকা আগামীকাল প্রকাশিত হতে চলেছে সেই খসড়ায় নাম না থাকলেও বরাক,ব্রহ্মপুত্র,পাহাড়, সমতল সর্বত্র – আসামের এই ৩৩ টি জেলার কোনো ব্যক্তির শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। যতদিন পর্যন্ত এই এনআরসি চূড়ান্ত রূপ না নেবে ততদিন পর্যন্ত সরকার এবং সকল দল মিলে জনগণের সহায়তা করবে, আজ সর্বদলীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খসড়া প্রকাশের পরবর্তীতে দাবি-আপত্তি সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়ায় সকল ধরনের সমস্যায় সরকার এবং সকল বিরোধীদল সহায়তা করবে। যতদিন পর্যন্ত দাবি আপত্তির স্থায়ী নিষ্পত্তি না হচ্ছে ১) ততদিন পর্যন্ত কোন ব্যক্তি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হবেন না ২) কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না এবং ৩)কাউকেই ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।
এই জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেউ ভাষা বা সম্প্রদায় গত ভাবে কোনও ধরনের বক্তব্য রাখতে পারবে না।
সমাজে শান্তি সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রয়াস শক্তভাবে মোকাবিলা করা হবে।
আগামীকাল জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া প্রকাশকে কেন্দ্র করে পুলিশ এবং প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া সমগ্র অসমের সাথে কাছাড়েও ১৬০ টি সেবা কেন্দ্রে আগামীকাল সকাল ১০ টায় প্রকাশিত হবে। জেলা উপায়ুক্ত এস লক্ষ্মণন আজ তার সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে জানান যে, কাছাড় জেলাকে শিলচর সদর,সোনাই লক্ষ্মীপুর, উধারবন্দ ও কাটিগড়া এই পাঁচটি চক্রে ভাগ করা হয়েছে। কাছাড় জেলায় সর্বমোট এক লক্ষ কুড়ি হাজার লোক নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার রাকেশ রৌশন জানান যে কাছাড় জেলায় ১৬০ সেবাকেন্দ্রের মধ্যে কয়েকটি স্পর্শকাতর এবং কয়েকটি অতি স্পর্শকাতর সেবা কেন্দ্র রয়েছে। অতিথি সেবা কেন্দ্রে ২৪ ঘন্টা নিরাপত্তা প্রদান করা হবে এবং সামাজিক মাধ্যমের উপরেও নজরদারি বহাল থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নজরে এলে ০৩৮৪২-২৪৬৮৯২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। তাছাড়া কাছাড় জেলায় দুর্যোগ মোকাবিলা আধিকারিকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ০৩৮৪২-২৩৯২৪৯ । জেলার অতিরিক্ত উপায়ুক্ত রাজীব রায় এই কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন।
Comments are closed.