Also read in

Inter-state Kang tournament kicks off in Lala

লালায় শুরু হল আন্ত:রাষ্ট্রীয় কাং টুর্নামেন্ট

মনিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আন্ত:রাষ্ট্রীয় কাং টুর্নামেন্ট রবিবার থেকে লালার বি টি রোডের ঠাকুরবাড়ি হরিমন্ডপে শুরু হয়েছে।। এদিন বিকেলে আনুষ্ঠানিকভাবে ইবিয়েম মেমোরিয়াল আমন্ত্রণমূলক লিগ কাম নকআউট প্রাইজমানি নুপিকুট কাং টুর্নামেন্টের উদ্ধোধন করেন হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক শান্তি কুমার সিংহ। এ উপলক্ষে অল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কাং এসোসিয়েশনের সভাপতি সি এইচ কূলবিধু সিংহের পৌরোহিত্যে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে মনিপুরি সমাজে কাং খেলার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে সুরজিত সিংহ, শান্তি কুমার সিংহ, হরিলাল সিংহ, প্রমুখ বক্তব্য রাখেন। শুরুতে আন্ত:রাষ্ট্রীয় কাং টুর্নামেন্টের আয়োজক সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের বিপুল সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এতে অন্যদের মধ্যে বিশ্বজিত সিংহ, নিয়তি ব্যানার্জি, প্রমুখ অংশ নেন। এদিনের উদ্ধোধনী ম্যাচে চেংবিল নংধন লাইরেম্বী র মুখোমুখি হয় লাইশ্রমকুন দল।।

তিনঘন্টাব্যাপী খেলায় তের তের পয়েন্টে খেলা ড্র হয়। উদ্ধোধনী ম্যাচ পরিচালনা করেন হিরেন্দ্র সিংহ ও রামেন সিংহ।। উল্লেখ্য, প্রতিযোগিতায় বাংলাদেশ, ইম্ফল,জিরিবাম, হোজাই, সহ ভারতের মোট বার টি দল অংশ নিয়েছে । বার জুলাই থেকে সিলেট, বাংলাদেশ, মনিপুর , ইম্পল সহ বাইরের দলগুলো খেলবে। সোমবার রয়েছে দু’টি ম্যাচ। সকাল সাড়ে ন’টায় বি টি এস কো দলের মুখোমুখি হবে বি টি কংকুট। আর দেড় টার খেলায় মুখোমুখি হবে চেংবিল বনাম বি টি রোড, লালা। । খেলা শুরু হবে সকাল সাড়ে ন’টা আর বিকেল দেড়টায়। তিন ঘন্টা ব্যাপী খেলায় একেকটি দলে সাতজন খেলোয়াড় অংশ নেন। তন্মধ্যে চারজন পুরুষ ও তিন জন মহিলা।

Comments are closed.