Also read in

Inter-state road of Hailakandi in disastrous condition ; locals blame Government's ignorance

অসম সরকারের  উদাসীনতায় বেহাল গাগলাছড়া-বিলাইপুর-ফাইসেন আন্তঃরাজ্য সড়ক, ব্যাহত যানচলাচল, জনদুর্ভোগ চরমে 

অসম সরকারের উদাসিনতায়   দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে রীতিমত মরণ ফাঁদে পরিণত হয়েছে আন্তঃরাজ্য সংযোগকারী হাইলাকান্দি জেলার কাটলিছড়া  বিধানসভা  কেন্দ্রের  গাগলাছড়া বিলাইপুর ফাইসেন পূর্ত সড়ক। লালা ব্লকের  ধলছড়া বিলাইপুর জিপির মধ্য দিয়ে যাওয়া ওই  পূর্ত সড়কটি  বৃহত্তর  এই এলাকার যোগাযোগের এক মাত্র মাধ্যম।কিন্তু দীর্ঘ কয়েক বছর থেকে সংস্কারের অভাবে বর্তমানে এই পূর্ত সড়কটি রীতিমতো   চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।দীর্ঘ এই সড়কের মধ্যে কেবল এখন পুকুরসম গর্তের সমাহার।রাস্তার ব্লেক টপিং উঠে গিয়ে বিশালাকার গর্তের সৃষ্টি হয়েছে।

যার ফলে পরিস্থিতি  ভয়াবহ রূপ ধারণ করেছে।নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। অটো,ম্যাজিক গাড়ি,সুমো,ট্রেভেলার ইত্যাদির মত যানবাহন চলাচল এখন দু‍ঃসাধ্য হয়ে পড়েছে।বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে গিয়ে এক বিকট পরিস্থিতির সন্মুখীন হতে হচ্ছে ওই সব এলাকার জনগণকে।  চিকিৎসা,উচ্চ শিক্ষা সহ বিভিন্ন সরাকারি কাজের জন্য নিত্য দিন কাছাড়িথল,বিলাইপুর,বরথল,ধলছড়া সহ অন্য এলাকার লোকেদের এই বেহাল সড়ক অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে।এছাড়া ধলছড়া বিলাইপুর জিপিতে রয়েছে বহু প্রত্যন্ত পাহাড়ি জনপদ।চিকিৎসার মত নিত্য প্রয়োজনীয় পরিষেবার জন্য ওই সব এলাকার লোকেদের এক মাত্র ভরসা লালা কিংবা কাটলিছড়ার সরকারি চিকিৎসা কেন্দ্র।কিন্তু বেহাল যোগাযোগ ব্যবস্থার দরুন মুমুর্ষ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে বেগ পেতে হচ্ছে অনেককেই।দীর্ঘ দিন থেকে এই সড়কটির অবস্থা বেহাল হয়ে থাকলেও কোনও প্রতিক্রিয়া নেই সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের। ফলে সংস্কারের অভাবে এখন গর্তের মধ্যে সড়ক না সড়কের মধ্যে গর্ত সেটাই বুঝা মুশকিল।

কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি সরকার যখন সবকা সাথ সব কা বিকাশ শ্লোগান দিয়ে যোগাযোগের উপর বিশেষ গুরত্ব দিচ্ছে তখন বেহাল যোগাযোগ ব্যবস্থার নজির হয়ে দাঁড়িয়েছে গাগলাছড়া বিলাইপুর ফাইসেন পূর্ত সড়ক।বর্ষার পর এখন শুকনো মরশুমে এই সড়কটি সংস্কারের উপযুক্ত সময় বলে মনে করছেন ওই এলাকার জনগণ। কিন্তু জেলার অন্যান্য এলাকার পূর্ত সড়ক গুলির সংস্কারের কাজ আরম্ভ হলেও ব্রাত্য হয়ে পড়েছে গাগালাছড়া বিলাইপুর পূর্ত সড়কটি।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল লালা উন্নয়ন খণ্ডের প্রায় ত্রিশ হাজার জনবসতি পূর্ণ জিপির এক মাত্র জীবন রেখা হিসেবে পরিচিত এই পূর্ত সড়কের এই বেহাল অবস্থা হলেও হেলদোল নেই কারও।স্থানীয় ভুক্তভোগীর জনগণের অভিযোগ যে ভোটের মুখে নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করে নিলেও ভোটে জয়ী হয়ে এখন এলাকাবাসীর দুদর্শার কথা বেমালুম ভুলে বসেছেন তারা।বেহাল এই যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে কাটলিছড়ার  বিধায়ক সহ এলাকার সাংসদ এবং সব রাজনৈতিক দলের নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার জনগণ। কিন্তু বাস্তবে কবে নাগাদ এই গুরুত্বপূর্ণ পূর্ত সরকটির সংস্কারের কাজ হবে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছেন না কেউই।আসাম মিজোরামের করিডর হিসেবে এই সড়কটির গুরত্ব অপরিসীম। নিত্যদিন এই পূর্ত সড়ক দিয়ে মিজোরামে যাতায়াত করেন বহু সংখ্যক লোক।মিজোরামের সঙ্গে ব্যাবসার ক্ষেত্রেও এই পূর্ত সড়কটির গুরত্ব অনেক।যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটলে একটি এলাকা যে অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে যেতে পারে সেটা এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না।তাই বিভিন্ন দিক থেকে পিছিয়ে থাকা হাইলাকান্দির ধলছড়া বিলাইপুর জিপির উন্নয়ন হেতু অবিলম্বে পূর্ত সড়কটির সংস্কার একান্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।তাই বৃহত্তর এলাকাবাসীর স্বার্থে অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ।বিশেষভাবে এলাকার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর এবং পূর্ত মন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই এলাকার নিত্যযাত্রী, ব্যবসায়ী, পড়ুয়া সহ সাধারণ মানুষ।

Comments are closed.