Journalists of Barak Valley vehemently protest killing of Parag Bhuiyan, demand CBI enquiry
সম্প্রতি গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রতিদিন টাইমসের সাংবাদিক পরাগ ভূঁইয়া। তবে অনেকেই একে নিছক দুর্ঘটনা মানতে নারাজ, কেউ কেউ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে আখ্যা দিয়েছেন। সারা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার সাংবাদিকরাও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শনিবার বিকেলে ক্ষুদিরাম মূর্তির সামনে শিলচর তথা উপত্যকার বিভিন্ন এলাকার সাংবাদিকরা জড়ো হয়ে জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে যোগ দেন শহরের বিভিন্ন সমাজসেবী তথা সাধারণ মানুষ।
বরাক উপত্যকা ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই প্রতিবাদী সভায় বরিষ্ঠ সাংবাদিক তমোজিত ভট্টাচার্য, ঋতেন ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য, পাপলু দাস, দিলীপ সিং, সঞ্জীব সিং, গৌতম তালুকদার, যোগেশ দুবে, ভোলা নাথ সহ অন্যান্যরা অংশ নেন। আকসার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বরিষ্ঠ আইনজীবী প্রদীপ দত্ত রায়, সমাজসেবী জয়দীপ চক্রবর্তী সহ অনেক সাধারন মানুষ এতে যোগ দেন।
তমোজিত ভট্টাচার্য বলেন, সৎ সাংবাদিকতাকে দাবিয়ে রাখার চেষ্টা সবসময়ই হয়েছে, এই ঘটনা নতুন নয়। তবে এর মাধ্যমে সাংবাদিকদের আওয়াজ বন্ধ করে দেওয়া যায়না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে আবেদন রাখি, ঘটনার পর্যাপ্ত তদন্ত করে দোষীকে খুঁজে বের করা হোক।”
অভিজিৎ ভট্টাচার্য বলেন, “এটা পরিকল্পিত হত্যা এবং এর উচ্চস্তরীয় তদন্ত হতেই হবে। উত্তর-পূর্ব সহ সারাদেশে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, বরাক উপত্যকার সাংবাদিকরাও এতে পিছিয়ে নেই। আমাদের আওয়াজ সরকারের কাছে পৌঁছতে হবে, এই হত্যাকাণ্ডের সিবিআই স্তরের তদন্ত হতে হবে, দোষীকে খুজে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে। এমনটা না হলে সাংবাদিকরা আরো জোরালো আওয়াজ তুলবেন।”
প্রদীপ দত্ত রায় বলেন, “বরাক উপত্যকায় অতীতে রাজনৈতিকভাবে সাংবাদিকের হত্যা করা হয়েছে। এর পর তদন্ত হয়নি বলে দোষীদের শাস্তি দেওয়া যায়নি। আবার রাজনৈতিক কারণে রাজ্যে এক সাংবাদিকের হত্যা হয়েছে। আমরা চাই এর সিবিআই তদন্ত হোক, কারণ রাজ্যস্তরে সিআইডি তদন্ত খুব একটা কাজে আসবে না।”
Comments are closed.