Kabindra Purkayastha announces Ayushman Bharat in Silchar
‘আয়ুষ্মান ভারত’- হিতাধিকারীদের ৫ লক্ষ পর্যন্ত সাহায্য: শিলচরে সূচনা করলেন কবীন্দ্র পুরকায়স্থ
সমগ্র দেশের সঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হলো বরাক উপত্যকায়ও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলায়। জেলা উপায়ুক্ত ডক্টর এস লক্ষ্মনণের পৌরোহিত্যে আয়োজিত উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুদীপ জ্যোতি দাস, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষা শিল্পী বর্মন, জেলা বিজেপির সভাপতি কৌশিক রাই প্রমুখ।
জিলা উপায়ুক্ত ডঃ লক্ষ্নণ তার ভাষণে জানান, কাছাড় জেলায় এই যোজনার অধীনে ১ লক্ষ ৪০ হাজার লোককে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে।
করিমগঞ্জ জেলায়ও আজ এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ৬৪,৮৮৪ টি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকার নগদ বিহীন চিকিৎসার সুযোগ প্রদান করা হবে। করিমগঞ্জ সিভিল হাসপাতাল এ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদার এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, আগামী ১৫ অক্টোবর থেকে মেডিক্যাল কলেজগুলোতে এই পরিষেবা শুরু হলেও জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা আগামী পয়লা নভেম্বর থেকে শুরু হবে।
হাইলাকান্দি জেলায়ও আজ এই প্রকল্পের সূচনা হয়েছে। রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা উপায়ুক্ত আদিল খান এবং বিধায়ক আনোয়ার হোসেন লস্কর যৌথভাবে এই যোজনার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক লস্কর বলেন, এই যোজনার অধীনে গরিব জনগণ উন্নত মানের স্বাস্থ্য সেবার সুযোগ পাবেন। উপায়ুক্ত আদিল খান জানান যে, প্রধানমন্ত্রীর উদ্যোগে আজ বিশ্বের সবথেকে বৃহৎ স্বাস্থ্য প্রকল্পের যাত্রা শুরু হয়েছে যার মাধ্যমে দরিদ্র এবং প্রান্তীয় এলাকার জনগণ উপকৃত হবেন। তিনি আরো জানান, হাইলাকান্দি জেলায় ৫৫,৭৩৬টি পরিবারকে এই যোজনার অধীনে আনা হয়েছে।
এর আগে কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়খন্ডের রাঁচি থেকে এই জন আরোগ্য যোজনার সূচনা করেন। প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের অধীনে ১০ কোটিরও বেশি অধিক পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন ‘এই প্রকল্প সবার জন্য স্বাস্থ্য সেবা পাওয়ার স্বপ্ন সার্থক করে তুলেছে’।
Comments are closed.