Kabindra Purkayastha inaugurates High mast light in Sadarghat, thirty more to come soon
আলোর উৎসব দীপাবলিতে আলোর তোরনের উদ্বোধন হলো শিলচর সদরঘাটে; শহরজুড়ে এরকম আরও ৩০টি ‘হাই মাস্ট লাইট’ বসানোর কথা রয়েছে।
গতকাল রাতে প্রথম হাই মাস্ট লাইটের উদ্বোধন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে এই উদ্যোগের জন্য পুর কর্তৃপক্ষের প্রশংসা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উঁচু খুঁটির মাথায় বড় ধরনের আটটি এলইডি বাল্ব থাকছে প্রতিটি হাই মাস্ট লাইটে। এইসব আলো দিনের বেলা স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে, আবার রাতে জ্বলে উঠবে। রাজ্যের নগর উন্নয়ন বিভাগ থেকে এইসব লাইট দেওয়া হয়েছে শিলচর পৌরসভাকে ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত এনএইচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিণাকপাণি নাথ, বিজেপি জেলা সম্পাদক কণাদ পুরকায়স্থ, তৈমুর রাজা চৌধুরী, রাখি চৌধুরি, মিতু শুক্লবৈদ্য, ঝলক চক্রবর্তী, রাজেশ দাস, দীপক দাস, পীযূষ চৌধুরী প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল সন্ধ্যা পাঁচটায় ; কিন্তু পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরের উপস্থিত হওয়ার কথা থাকলেও অনেকক্ষণ অপেক্ষা করে তিনি না আসায় জেলা উপায়ুক্ত লয়া মাদ্দুরিকে ভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য উদ্বোধনের আগেই চলে যেতে হয়। পরে পুরপতির অনুপস্থিতিতেই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
Comments are closed.