Karimganj Congress Candidate's SC certificate row; Hailakandi DC orders probe
করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর তপশিলি জাতির প্রমাণপত্রের তদন্তের নির্দেশ ডিসির,থানায় মামলা,প্রার্থী বদলের সম্ভাবনা!
করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী স্বরূপ দাসের তপশিলি জাতির প্রমাণপত্র নিয়ে তদন্তের নির্দেশ দিলেন হাইলাকান্দির জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। অসম অনুসূচিত জাতি মহাসভার সভাপতি রমানন্দ দাসের অভিযোগের প্রেক্ষিতে জেলা উপায়ুক্ত তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন।
তদন্তকারী আধিকারিক হিসেবে হাইলাকান্দির সদর এস ডি ও প্রদীপ টিমুংকে নিযুক্তি দেওয়া হয়েছে এবং তদন্তে তাঁকে সহযোগিতার জন্য ম্যাজিস্ট্রেট রেবেকা চাংসনকে সহকারি তদন্তকারী আধিকারিক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তদন্তের প্রতিবেদন জমা দিতে তাদেরকে নির্দেশ দিয়েছেন উপায়ুক্ত কীর্তি জল্লি ।
এদিকে স্বরূপ দাসের অনুসূচিত জাতির সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলে কাটলিছড়া থানায় মামলা করলেন সাহারুল ইসলাম বড়ভুইয়া নামের এক যুবক । কাটলিছড়া থানার ওসি নির্মল বিশ্বাস জানান, স্বরূপ দাসের কাস্ট সার্টিফিকেট নিয়ে সাহারুল ইসলাম বড়ভুইয়ার এজাহারের ভিত্তিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এব্যাপারে তদন্তের খাতিরে প্রযোজনীয় নথির জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সাথে যোগাযোগ চলছে। অসম অনুসূচিত জাতি পরিষদের সভাপতি রমানন্দ দাস ও সাহারুল ইসলাম বড়ভুইয়ার অভিযোগ, করিমগঞ্জ সংসদীয় আসনটি অনুসূচিত জাতি প্রার্থীর জন্য সংরক্ষিত। কিন্ত কংগ্রেসের মনোনীত প্রার্থী স্বরূপ দাস একজন প্রকৃত অনুসূচিত জাতির ব্যক্তি নন। তিনি ২০০৭ সালে এই এস সি সার্টিফিকেট পেয়েছেন। যা সঠিক নয়।
তাদের অভিযোগ, প্রকৃত তদন্ত না করেই জেলা প্রশাসন ওই সার্টিফিকেট প্রদান করেছে। এদিকে জেলা শাসকের তদন্তের নির্দেশ আর থানায় মামলার প্রেক্ষিতে কংগ্রেস হাইকমাণ্ড যদি ওই আসনের প্রার্থী বদল করে নতুন প্রার্থীর নাম ঘোষণা করে তাহলে আশ্চর্যের কিছুই থাকবে না।
Comments are closed.