
LIGHTNING STRIKE CLAIMS LIFE OF FIVE PERSONS AT ICHAKHAURI, RAMAKRISHNA NAGAR
বজ্রপাতে একই পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা এলাকাজুড়ে। ঘটনা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগরের নিকটবর্তী ইচাখাউরি গ্রামে। শোকাবহ ঘটনায় পাঁচজন ব্যক্তি নিহত হওয়ার সঙ্গে আহত হয়েছেন পরিবারের আরো দুই সদস্য। প্রাপ্ত তথ্য মতে শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ শোকাবহ দুর্ঘটনাটি সংঘঠিত হয়।
স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্য মতে, শুক্রবার বিকেলে আকাশ যখন ঘন মেঘাচ্ছন্ন তখন হঠাৎ করে ইচাখাউরি গ্রামের ইসলাম উদ্দিনের বাড়িতে বজ্রপাত ঘটে। রক্ত তথ্য অনুযায়ী, এরা তখন বাড়ির উঠানে থাকা আমগাছের নিচে আম কুড়াতে গিয়েছিলেন। বজ্রপাতের ফলে কোন কিছু বুঝে উঠার আগেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন পরিবারের সব সদস্য। কাঠের ঘরে একটি স্থানে অগ্নিসংযোগ ও ঘটে ।
ঘটনার পর পাড়া-প্রতিবেশীরা পাঁচজনকে উদ্ধার করে অটোতে করে রামকৃষ্ণ নগর হাসপাতাল নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। মৃতের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং অপর চারজনই শিশু। নিহতরা যথাক্রমে ইসলাম উদ্দিন (২৫), পিতার নাম তরমুজ আলী, আবিদা বেগম (৯), পিতার নাম ইসলাম উদ্দিন, শরিফ উদ্দিন (১২), পিতার নাম খলিল উদ্দিন, দিলয়ার হুসেন (১০), পিতার নাম নামর উদ্দিন, আনোয়ার হুসেন (১২) আলিম উদ্দিন । আহত দুইজনের মধ্যে একজন যথাক্রমে পারুল বেগম (১২), পিতার নাম কালাম উদ্দিন, সাইনুল উদ্দিন (১২), পিতার নাম তাজ উদ্দিন ।
এ ধরনের মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সম্পূর্ণ এলাকাজুড়ে । কান্নায় ভেঙে পড়েছেন প্রতিবেশি সহ নিকটাত্মীয়রা ।
অন্যদিকে ঘটনা সম্বন্ধে অবগত হওয়ার পরেই পরিস্থিতির খোঁজ নিতে রামকৃষ্ণনগর হাসপাতালে হাজির হন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার । শোক প্রকাশ করেন নিহত পরিবারের প্রতি । বিধায়ক জানান যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলাশাসক মহোদয়ের সঙ্গে কথা হয়েছে । ক্ষতিপূরণ বাবদ নিহত সদস্যদের রাজ্য সরকারের তহবিল আর্থিক সাহায্য বাবদ চার লক্ষ টাকা করে আগামী দুই একদিনের মধ্যে প্রদান করা হবে বলেন জানান তিনি । আহত দুইজনের চিকিৎসার দায়িত্ব তিনি নিজে নিবেন বলে জানান ।
Comments are closed.