Also read in

Lock down 2.0 : Central Home ministry issues guidelines

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে ৩মে পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে আজ জারি করা হল এই দ্বিতীয় পর্যায়ের লকডাউনের দিকনির্দেশ।

আগের মতোই সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে রেল, বাস ও বিমান সেবা। তবে ‘এসেন্সিয়াল সার্ভিসে’র ক্ষেত্রে যানবাহন চলাচলের অনুমতির বহাল থাকবে। স্কুল-কলেজ, মল, সিনেমা হল যথারীতি পুরোপুরি বন্ধ থাকবে।কোনও ধরনের সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও জমায়েতও করা যাবে না।

তবে, ২০ এপ্রিলের পর কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বিধি-নিষেধ শিথিল করা হতে পারে। হট স্পট বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে স্থানীয় প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, আন্তঃরাজ্য এবং আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে। তবে, জরুরী চিকিৎসার জন্য যাতায়াত এই বিধি-নিষেধের আওতায় পড়বে না।

কৃষিকর্মে লক ডাউনের বিধিনিষেধ কার্যকরী থাকবে না। কৃষি সামগ্রী তথা কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের দোকান খোলা থাকবে। ইনফরমেশন টেকনোলজি সেক্টরেও ছুট দেওয়া হবে, ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ চালাতে হবে। ব্যাংক, পোস্ট অফিসের কাজকর্ম চলবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা তথা আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপযুক্ত সংখ্যক আরক্ষি থাকবে।

জনসাধারণের যাতায়াত কমানোর জন্য জেলা প্রশাসনের তরফ থেকে জরুরী খাদ্য সামগ্রী ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সর্বজনীন স্থানে থুথু ফেলা আইনত দণ্ডনীয় গণ্য হবে ।

Comments are closed.