Also read in

Low footfall in 27th book fair

স্ট্যাটাস বাড়াতে ড্রয়িং রুমের তাকে বইয়ের সম্ভার, কিন্তু বাড়ছে না বইপড়ার তাগিদ, আক্ষেপ ২৭ তম বইমেলায়

বারো দিনব্যাপী ২৭তম শিলচর বই মেলার উদ্বোধন হলো রবিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ, কবি-সাংবাদিক অতীন দাশ, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী প্রমুখ। বিপিনচন্দ্র পাল সভা স্থলে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্রনাথ বলেন, “উঠতি প্রজন্মের মধ্যে সত্যিকার অর্থেই বই পড়ার ঝোঁক কম, তাদের মধ্যে বই পড়ার ঝোঁক তৈরির দায়িত্ব নিতে হবে অভিভাবকদেরই। অভিভাবকরা যদি নিজেরা বেশি করে বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে উঠতি ছেলেমেয়েদেরও বই পড়ার আগ্রহ বাড়বে। ছাত্র-ছাত্রীদের বই পড়ে সেমিনার প্রেজেন্টেশন দেওয়ার বিষয়টি যদি পাঠ্যক্রমে চালু করানো যায় তাহলেও কাজের কাজ হবে”।

আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘বই ড্রয়িং রুমে রেখে অনেকেই স্ট্যাটাস বাড়াতে চান, অথচ বই পড়া তো দূরের তারা বই খুলেও দেখেন না, এটা চিরকালীন আক্ষেপ।”

প্রথম দিনে উদ্বোধনের পর বিপিন পাল সভাস্থলের বইমেলার মুক্তমঞ্চে উন্মোচিত হলো যূথিকা দাস সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘সাত তারার আকাশ’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাশ, অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, বাংলাদেশ থেকে আগত কবি ইমরান শাহ, গোবিন্দ ধর প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কবি শতদল আচার্য। বাংলাদেশের ঢাকার বঙ্গজ প্রকাশন এই কাব্য গ্রন্থটির প্রকাশক। এতে যাদের লেখা রয়েছে তারা হলেন যূথিকা দাস সহ জন্মেজয় ঘোড়াই, ফিরোজা বেগম, ফারুক প্রধান, ইমরান শাহ, আনোয়ারুল হক ও মুহাম্মদ আসাদুল্লাহ। উল্লেখ্য, যূথিকা দাস কাছাড়ের চান্নিঘাটের বাসিন্দা ও পেশায় কলেজ অধ্যাপিকা । কবিতা লেখা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি যুক্ত।

Comments are closed.

error: Content is protected !!