'Mahabharat' star Rupa Ganguly is in Hailakandi, audience not satisfied with her speech
করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার সমর্থনে হেলিকপ্টার নিয়ে হাইলাকান্দিতে নির্বাচনী প্রচারে এলেও বক্তব্যে দর্শক শ্রোতাদের মন ভরাতে পারলেন না মহাভারত টিভি সিরিয়ালের দ্রৌপদী খ্যাত অভিনেত্রী রূপা গাঙ্গুলি।। শনিবার হেলিকপ্টার নিয়ে হাইলাকান্দির টেমপুরে এক নির্বাচনী জনসভায় অংশ নেন রূপা গাঙ্গুলি। অসমের মন্ত্রী নব কুমার দোলেকে সাথে নিয়ে টেমপুরের মাঠে অবতরণ করে সরাসরি মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন রূপা।
কিন্ত এদিনের নির্বাচনী সভায় অভিনেত্রী রাজনীতিবিদ তার ভাষনে অসমের রাজ্য রাজনীতির পরিবর্তে পশ্চিম বঙ্গের রাজনীতি নিয়ে বেশি সময় ব্যয় করেন। করিমগঞ্জ লোকসভা আসনে তৃনমূল কংগ্রেস প্রার্থীর তেমন সম্ভাবনা না থাকলেও রূপা গাঙ্গুলি তার ভাষনে তৃনমূল কংগ্রেসকে আক্রমণ করে বক্তব্যের বেশি সময় ব্যয় করেন। যার ফলে হাইলাকান্দির টেমপুর এলাকার জনসাধারণের মনে তেমন দাগ কাটাতে পারেন নি রূপা গাঙ্গুলি। স্থানীয় বিজেপি কর্মকর্তারা তাকে বরাকের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে অবগত করাননি, তার বক্তব্যে এটাই প্রতীয়মান হয়।
তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু নাগরিকদের নাগরিকত্বের পক্ষে সওয়াল করে বলেন, তিনি নিজেও একদিন উদ্বাস্তু হয়ে বরিশাল থেকে ভারতে এসেছিলেন। আজ শুধুই জনতার জন্য তিনি রাজনীতি করছেন বলে জানান। তিনি বলেন, নায়িকারা হাতে গ্লাভস নিয়ে জনতার সাথে সাক্ষাৎ করলেও এর ব্যাতিক্রম তিনি। জনতার সাথে, জনতার পাশে থাকতেই রাজনীতি করছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ফের একবার সরকার গঠনের জন্য বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহকে জয়ী করার আহবান জানান তিনি। এদিনের সভায় উপস্থিত জনতা নায়িকা রূপা গাঙ্গুলির কাছে মহাভারতের একটি ডায়লগ শোনার আব্দার করলেও তিনি তা শোনাতে ব্যার্থ হন; বলেন, ভুলে গেছি।
Comments are closed.