Also read in

Malfunctioning EVMs, clash between supporters; 72.9% turnout in Karimganj

করিমগঞ্জে ভোটের হার ৭২.৯০%, হাইলাকান্দি শহরে দুই গোষ্ঠীর মারপিট ঘিরে উত্তেজনা

করিমগঞ্জ লোকসভা নির্বাচন চক্রেও দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। সকাল থেকেই ভোট নিয়ে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। বিভিন্ন বিধানসভা চক্র এলাকার সঙ্গে করিমগঞ্জ শহরেও ভোট প্রদান করতে ভোর থেকেই বিভিন্ন বুথে লাইন পড়ে যায়।

সরকারি তথ্য অনুসারে, করিমগঞ্জের রাতাবাড়িতে ভোটদানের হার ছিল ৭৮.২৫%। পাথারকান্দিতে ভোট পড়েছে ৭৩.৯৩%। দক্ষিণ ও উত্তর করিমগঞ্জে ভোটের হার ছিল যথাক্রমে ৬৯.৩৫% ও ৭২.৭১%। বদরপুরে ভোট পড়েছে ৭৫.৬৭%। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট দান করেছেন ৬৮.৯০% ভোটার। অন্যদিকে কাটলিছড়া ও আলগাপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ছিল যথাক্রমে ৬৩.৪২ ও ৬৯.৪৮%।

এদিকে অনুকূল প্রাকৃতিক পরিবেশে দ্বিতীয় দফার ভোটে হাইলাকান্দি জেলা সদরের লক্ষীশহর এলাকায় দুটি গোষ্ঠীর মধ্যে মারপিটের ঘটনা বাদ দিলে প্রায় শান্তিতেই কাটল হাইলাকান্দি জেলার ভোটপর্ব। এদিন
জেলার তিনটি বিধানসভা কেন্দ্র এলাকায় ভোটার জনগণ উৎসাহের সাথে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানে অংশ নেন।

গনতন্ত্রের বৃহৎ উৎসবে এদিন সকাল থেকেই ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।। আবাল বৃদ্ধ বনিতাকে সাত সকালে লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।। পরিস্কার আকাশে রোদের ছটা সকাল থেকে।। ফলে ভোর সাড়ে ছ’টা থেকেই ভোটকেন্দ্রগুলিতে লাইন পড়ে।।

জেলার কোথা থেকেও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও এদিন বিকেলে হাইলাকান্দির লক্ষীশহরে ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিনভর শান্তিপুর্ন ভোটদান চললেও বিকালে দুপক্ষের সংঘর্ষে ভয়াবহ হয়ে উঠে হাইলাকান্দি লক্ষীশহরের ভট্টপাড়া এলাকা । ছাপ্পা ভোটের অভিযোগকে কেন্দ্র করে আরম্ভ হওয়া এই মারামারির ঘটনায় একসময় ঘটনাস্থল রনক্ষেত্রে পরিনত হয়। ধারালো অস্ত্র লাঠি ইত্যাদি নিয়ে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায় । প্রায় আধঘন্টা ধরে চলা এই সংঘর্ষে এক মহিলা পুলিশ কর্মী সহ দুজন নিরাপত্তারক্ষী এবং কয়েকজন নাগরিক আহত হয়েছেন। পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষকারীরা।

পরিস্থিতি সামাল দিতে একসময় সি আর পি এফ বাহিনীকে এলাকায় ছুটে আসতে হয় । মৃদু লাঠি চালিয়ে উত্তেজিতদের নিয়ন্ত্রনে আনে পুলিশ। অন্যদিকে এদিন জেলার প্রতিটি বুথে লাইন ধরে ভোটারদেরকে ভোট দান করতে দেখা গেছে।

সমগ্র জেলায় শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি জেলার ভোটার জনগণ সহ নির্বাচন কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

Comments are closed.