
Malugram police brings Dudhpatil Girl from Aizawl, produces in the court
দুধপাতিল থেকে ‘অপহৃত’ শশী রানী নাথকে (পরিবর্তিত নাম) মিজোরাম থেকে উদ্ধার করে করে নিয়ে এল মালুগ্রাম পুলিশের একটি দল। গতকাল রাত প্রায় ৮টায় তাকে আদালতে হাজির করা হয়।
দুধ পাতিল পঞ্চম খন্ড থেকে এই যুবতী অপহৃত হওয়ার ঘটনায় বিগত কয়েকদিন ধরে তীব্র উত্তেজনা চলছিল এলাকায়। অবশেষে, মালুগ্রাম পুলিশ এই যুবতীকে আইজল থেকে উদ্ধার করে শিলচর নিয়ে আসে এবং ডাক্তারি পরীক্ষা শেষে ম্যাজিস্ট্রেট রূপশ্রী দেবের জেএমএফসি আদালতে পেশ করে; ১৬৪ ধারায় যুবতীর বয়ান নথিভুক্ত করা হয়। আদালত চত্বরে প্রচুর ভিড় জমতে দেখা যায়; পরিস্থিতি অনুধাবন করে পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই।
আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয় এবং গোপনীয় ভাবে সিল করা খামে সংরক্ষিত রাখা হয়। এই যুবতী মেয়েকে ফিরে পেতে আদালতের কাছে আবেদন জানান মেয়েটির মা। তার পক্ষে আইনজীবীরা ছিলেন, আইনজীবী সান্তনু নায়েক, রিতম নাথ, নিহার রঞ্জন দাস ও অরিজিৎ দাস। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুবতীটি স্বেচ্ছায় আফজল হোসেনের সঙ্গে গিয়েছিলেন বলে জানিয়েছেন এবং তার কাছেই আবার ফিরে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন । জানা গেছে, পিআর বন্ডে নিজের ইচ্ছা মতো জায়গায় মেয়েটিকে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে আদালত।
মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী যুবতীটি সদর থানায় রয়েছেন। দিনের আলোয় সম্ভবত তাকে যথাস্থানে পৌঁছে দেওয়া হবে।
Comments are closed.