Also read in

Many Indians will spend sleepless tonight, you too be a witness of that historical moment.

ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেসন (ইসরো); আজ রাত ১টা ৫৫ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে নামবে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন আপনিও, বিভিন্ন সরকারি-বেসরকারি চ্যানেলে লাইভ দেখানো হবে এই অবতরণের দৃশ্য।

সবকিছু পরিকল্পনামাফিক চলছে, সম্পূর্ণ স্বাভাবিক চন্দ্রযান ২-এর স্বাস্থ্য; নির্ধারিত সময়ের মধ্যেই চাঁদে নামবে ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান ২-এর সফল অবতরণে আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা, খবর ইসরোর কন্ট্রোল রুম সূত্রে।

ইতিমধ্যেই চাঁদে অবতরণকারী যান বিক্রম মূল মহাকাশ যান থেকে নিজেকে পৃথক করে নিয়ে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে।

ইসরোর তরফ থেকে জানানো হয়েছে, রোভার ‘প্রজ্ঞান’ সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ-টার মধ্যে চাঁদের ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। এবং চাঁদের উৎস সম্বন্ধে বিশদ বিবরণ, উপগ্রহে জলের উপস্থিতি সহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি তুলে গবেষণা শুরু করবে। এবিষয়ে ইসরোর চেয়ারম্যান কে সিভানের দাবি, এই অভিযান “ইসরোর সবচেয়ে জটিল মিশন”। তবে চন্দ্রপৃষ্ঠে যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই সক্রিয় থাকবে প্রজ্ঞান।

বেঙ্গালুরুতে ইসরোর দফতরে বসে চন্দ্রযান নামার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে ইসরোর দফতরে ডাক পেয়েছে দেশের ৬০ জন পড়ুয়া, তার মধ্যে রয়েছে আসামের দুজন পড়ুয়াও।

খবর, চাঁদের যে অংশে ল্যান্ডার বিক্রম নামতে যাচ্ছে সেখানে আজ পর্যন্ত কেউ পা রাখেনি। এতদিন সমস্ত অভিযান চাঁদের উত্তর মেরু বা গোলার্ধ এবং নিরক্ষীয় অঞ্চলে হয়েছে। এই প্রথম ভারত উপগ্রহের দক্ষিণ গোলার্ধ বা মেরুতে পা রাখতে চলেছে। চন্দ্রযান ২ সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চিনের পর চাঁদে পৌঁছোনো দেশ হিসেবে ভারত চতুর্থ স্থানে উঠে আসবে।

প্রসঙ্গত, ২৩ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপন হয় চন্দ্রযান ২-এর। এই মহাকাশ যানটি ইসরোর তৈরি সর্ব বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী রকেট। এটি ৪৪ মিটার দীর্ঘ এবং উচ্চতায় ১৫ তলা বিল্ডিংয়ের সমান ।

Comments are closed.