Also read in

Mass cheating in examination hall, 36 suspended

The English version of the story will be uploaded soon

হাইলাকান্দিতে সংস্কৃত মাধ্যমিক পরীক্ষায় গণ টুকাটুকির দায়ে  বহিস্কৃত ৩৬ 

সংস্কৃত  মাধ্যমিক পরীক্ষায়  পরীক্ষা হলে  গণ টুকাটুকির দায়ে  মঙ্গলবার হাইলাকান্দি জেলায়  বহিষ্কৃত হলেন ৩৬ পরীক্ষার্থী। হাইলাকান্দি  জেলার কাটলিছড়ায় থাকা  তিনটি পরীক্ষা  কেন্দ্রে প্রবেশিকা  পরীক্ষায় নকল করার জন্য ওই  ৩৮ জনকে বহিস্কার করেন  পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সুপারভাইসিং অফিসার দেবজিৎ দে ও   জেলার  ইন্সপেক্টর  অব স্কুলস রাজিব কুমার ঝা। এদিন  কাটলিছড়া চার্লমাস উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ জন,গার্লস হাইস্কুলে ৭ জন,এবং জিসি আর বি হাইস্কুলে ১৩ জনকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়। মঙ্গলবার  প্রথম দিনের  সংস্কৃত বিষয় পরীক্ষায়  ১১১৮ জনের  মধ্যে ৮৫৬ জন পরীক্ষা দেন।এতে ২৬২ জন অনুপস্থিত ছিলেন।আবার বিকালে মধ্যমা পরীক্ষায় ১৫ জনের মধ্যে ১৪ জন ছিলেন আর শাস্ত্রী পরীক্ষায় ৫ জনের মধ্যে কেউ আসেন নি। যদিও এদিন পরীক্ষা হলে অধিকাংশ পরীক্ষার্থী বই,কাগজের নকল নিয়ে পরীক্ষায় বসেন বলে অভিযোগ।

আজকের পরীক্ষার প্রথম ভাগে প্রত্যেকটি কেন্দ্রে হুলস্থূল পরিস্তিত ছিল। যদিও এই কেন্দ্রগুলোর বাইরে কড়া নিরাপত্তা বাহিনী থাকায় উত্তেজনাকর ঘটনা ঘটেনি। অন্যদিকে  পরীক্ষার্থীদের এডমিট কার্ডে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা  থাকলেও অনেকেই মোবাইল নিয়ে পরীক্ষা দেন।  এরমধ্যে ছয় জন ছাত্রের মোবাইল জব্দ করে কাটলিছড়া থানায় পাঠানো হয়।কাটলিছড়া পুলিশ পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহৃত হয়েছে কিনা খতিয়ে দেখে বিহীত পদক্ষেপ নেবে বলে জানান  ইন্সপেক্টর অব স্কুলস রাজিব কুমার ঝা।তিনি বলেন, পরীক্ষার রিপোর্ট ডিসি এবং ডিডিসির কাছে জমা দেওয়া হবে।তারা দিসপুর বিভাগীয় উর্ধতন কর্তপক্ষকে জানাবেন।এদিকে প্রবেশিকা পরীক্ষায় ছাত্রছাত্রীদের নকলের ঢালাও সুযোগ প্রদানের নামে  অবাধ টাকার  লেনদেন হয় বলেও পরীক্ষা হলের বাইরে বহিষ্কৃত কিছু ছাত্রছাত্রী অভিযোগ তুলেছেন।

Comments are closed.