Also read in

Miscreants kidnap Five-month-old baby, Demand Rs 10 lakh ransom

ঘুমন্ত মা-বাবার পাশ থেকে শিশুপুত্র অপহরণের ঘটনা এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। পুলিশি তৎপরতায় এখন পর্যন্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে, তবে সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত বারোটা নাগাদ কাছাড় জেলার সোনাই এলাকার কাজিডহর দ্বিতীয় খন্ডে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিশুটির ব্যবসায়ী পিতা দেবজ্যোতি নাথ পত্নী এবং শিশুপুত্রকে নিয়ে অন্যান্য দিনের মতো ঘুমিয়ে ছিলেন। রাত দুটো নাগাদ তার স্ত্রীর হঠাৎ ঘুম ভাঙলে দেখতে পান তাদের শিশুপুত্র বিছানায় নেই। স্বামী স্ত্রী মিলে আতঙ্কগ্রস্ত হয়ে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। দেখা যায় বিছানার পাশের জানালা ভাঙ্গা, গেটের তালা ও ভাঙ্গা। সাথে সাথে চিৎকার-চেঁচামেচিতে এগিয়ে আসেন আশেপাশের লোকেরা ও কিন্তু অনেক খুজেও ৫ মাসের শিশু পুত্রের সন্ধান পাওয়া যায়নি। রাতেই সোনাই থানায় খবর দেওয়া হয়, পুলিশ ও সাথে সাথে তৎপর হয়ে উঠে।

শিশু পুত্রটির সাথে ঘরের দুটো মোবাইল ও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। ঐ দুই মোবাইলের মধ্যে একটা থেকেই ধ্রুবজ্যোতি নাথের এক আত্মীয়ের কাছে ফোন করে শিশুটির মুক্তির বিনিময়ে দশ লক্ষ টাকা পণ দাবি করা হয়।

মুক্তিপণ দেওয়ার ফাঁদ পেতে পুলিশ রাজু চৌহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। ঐ দুষ্কৃতী রাজু চৌহান ঘুঙুর এলাকার এক মহিলাকে অপহরণ কাণ্ডের মূল পান্ডা হিসেবে উল্লেখ করেছে বলেও অসমর্থিত সূত্রে জানা গেছে। শিশুটিকে উদ্ধারের স্বার্থে পুলিশের তরফ থেকে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ শিশুটিকে উদ্ধার করার প্রয়াসে অভিযান চালিয়ে যাচ্ছে।

Comments are closed.