Also read in

MP Kripanath Mallah visits 'No Man's Land' between India and Bangladesh

সিল থাকা সীমান্ত এলাকার নো ম্যান্স ল্যান্ড পরিদর্শনে সাংসদ, খোঁজ নিলেন জেলাশাসক

কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের নির্দেশে এক মাস থেকে সিল থাকা সীমান্ত এলাকায় নো ম্যান্স ল্যান্ডের গৃহ বন্দি মানুষের খোঁজ নিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ । শুক্রবার গোবিন্দপুর, লাতু সহ বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের কর্মকর্তা এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকদের নিয়ে সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি । ঘরবন্দি মানুষের মধ্যে ত্রান সামগ্রী তোলে দেন জেলাশাসক আনবামথুন এম পি ।

গোবিন্দপুর, লাতুকান্দি এলাকায় মূল ভূখন্ড থেকে ছিটকে পড়া এবং কাঁটা তারের বাইরে থাকা পরিবারের লোকের সঙ্গে কথা বলেন সাংসদ কৃপানাথ মালাহ । কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের নির্দেশে গোটা ভারতবর্ষে সিল করা হয়েছে সীমান্ত এলাকা। তাই সরকারি নির্দেশ পালন করা হয়েছে । তবে কোনভাবে সীমান্তবর্তী ঘরবন্দি মানুষরা যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য প্রশাসনকে বিষয়টি নজরে রাখতে বলেন তিনি । সরকারি প্রকল্পের সুবিধাগুলি সীমান্ত গেইটে এসে তাদের হাতে তোলে দেওয়া হবে বলে জানান জেলাশাসক আনবামথুন এমপি।

ঘরবন্দি প্রত্যেকের ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য সংগ্রহ করে  সীমান্ত এলাকায় মানুষের কাছে ব্যাঙ্কিং সুবিধাগুলি পৌঁছে পরিষেবা প্রদান করার জন্য প্রত্যেক ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হবে বলে জানান জেলাশাসক। এলাকাবাসীর দাবি অনুযায়ী সীমান্তের ভেতরে থাকা তেশুয়া, কুয়োরভাগ এবং মহিষাশন গেইটের ভেতরে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সার্কেল অফিসারকে নির্দেশ দেন তিনি । উল্লেখ্য, অসম অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদের কর্মকর্তা বিগত কয়েকদিন আগে সীমান্ত এলাকায় মাস্ক বিতরনের সময় সীমান্তের ঘরবন্ধি মানুষের জীবনদশা দেখে বিষয়টি নজরে আনেন সাংসদের।সঙ্গে সঙ্গে সাংসদ  বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে আসেন ।

ফেরার পথে পরিদর্শন করেন সিপাহী বিদ্রোহের পটভূমি ঐতিহাসিক মালেগড় । শ্রদ্ধাঞ্জলি জানান মালেগড়ের বীর শহিদদের স্মৃতিসৌধতে । মালেগড়ের সুরক্ষার ব্যাপারে বিস্তর আলোচনা করেন সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে । এই পরিদর্শন তথা খাদ্য সামগ্রী বণ্টনে সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটালিয়ন সেকেন্ড ইন কমান্ড মনীশ কুমার, এসিস্টেন্ট কমাডেন্ট মনোজ কুমার, সার্কেল অফিসার রাকেশ ডেকা, জিলা পরিষদ চেয়ারম্যান আশীষ নাথ, অনুসূচিত জাতি যুব ছাত্র পরিষদের সভাপতি অজয় দাস সম্পাদক বাপন নমঃশূদ্র সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

Comments are closed.

error: Content is protected !!