Also read in

Murder in broad daylight! Shahab Uddin sentenced to life imprisonment in Hailakandi

দিনদুপুরে হাইলাকান্দি শহরের লক্ষীরবন্দ বাইপাস এলাকায় এক ব্যাক্তিকে খুনের অভিযোগে সাহাব উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করল হাইলাকান্দির আদালত। ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ২৮ জানুয়ারি । সেদিন লক্ষিনগর বাইপাসে খুন হন বড়জুরাই গ্রামের বাসিন্দা পেশায় রিকশাচালক আব্দুল জলিল লস্কর । চাঞ্চল্যকর এই খুনের ঘটনায় দু’জন অভিয়ুক্ত হলেও চূড়ান্ত রায়দানে একজনকে বেকসুর খালাস করে দেন বিচারপতি।। তবে প্রধান অভিযুক্ত সাহাব উদ্দিন লস্কর (২৭)
কে খুনের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জরিমানা অনাদায়ে আর ও অতিরিক্ত তিন মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিষ ভট্টাচার্য ।

উল্লেখ্য, এ খুনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি সদর থানায় ঘাতক সাহাব উদ্দিন এবং তার স্ত্রী রুসনা বেগম লস্করকে অভিযুক্ত করে মামলা করেছিলেন খুন হওয়া আব্দুল জলিলের পুত্র আমরুল ইসলাম লস্কর । এতে তিনি উল্লেখ করে যে রুসনা বেগম লস্কর হলেন তার সৎ মা অর্থাৎ পিতা আব্দুল জলিলের দ্বিতীয় স্ত্রী । কিন্তু প্রায় বছর খানেক আগে প্রতিবেশী সাহাব উদ্দিন বলপূর্বক রুসনা বেগমকে উঠিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে তাকে বিয়ে করেন । যে বিষয়টি মেনে নিতে না পেরে তার পিতা আব্দুল জলিল দ্বিতীয় স্ত্রী রুসনা বেগমকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা চালান । আর এর কারণেই তার পিতাকে খুন করা হয়েছে এবং এতে প্ররোচনা জুগিয়েছেন রুসনা বেগম বলে অভিযোগ করেন আমরুল ।

পুলিশ মামলাটির তদন্তে নেমে ঘটনার পরদিন অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে এবং পরে তাদের হাজির করে হাইলাকান্দি সিজেএম আদালতে । সেখানে একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্ত দুইজনকে জেল হাজতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য ন্যায় দণ্ডাদীশ । এরপর প্রায় দেড় বছর পর মামলাটি হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতির আদালতে আসে; সেখানে বিচার প্রক্রিয়া চলে । এতে তেরো জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা হয় ।

মামলার চূড়ান্ত রায়দানে বুধবার সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্ত রুসনা বেগমকে বেকসুর খালাস করে দেওয়া হলেও হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সাহাব উদ্দিন লস্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ নগদ পাঁচ হাজার টাকা জরিমানার কথা ঘোষণা করেন হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিষ ভট্টাচার্য।।।

Comments are closed.