Murder threat by pointing a pistol. Congress Bhavan Locked, Case is registered with Police station. Tension in Hailakandi.
অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক হরিশ রাওয়াত আর প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার হাইলাকান্দি সফরের আগের রাতে হাইলাকান্দি কংগ্রেস ভবনে তালা,জেলা কংগ্রেস সভাপতি রাহুল রায়ের বিরুদ্ধে মামলা, দুই গোষ্ঠীর বচসা ইত্যাদি বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে জেলা সদর হাইলাকান্দি।
বৃহস্পতিবার হাইলাকান্দি সফরে আসছেন হরিশ রাওয়াত সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। আর তার আগে বুধবার রাতে কংগ্রেস ভবনের সামনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কংগ্রেস ভবনে রাওয়াতের সফর সূচি নিয়ে প্রস্তুতি সেরে ফেরার পথে বিক্ষুব্ধ শিবিরের জনৈক সাগির আহমেদকে গাড়ি দিয়ে রাহুল রায় ধাক্কা মেরেছেন বলে অভিযোগ তুলে বিক্ষুব্ধ শিবিরের নেতা কর্মীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন।এনিয়ে দুপক্ষের মধ্যে হৈচৈ, হাল্লা, চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । যদিও কংগ্রেস নেতাদের হস্তক্ষেপে একসময় পরিস্থিতি শান্ত হয়। কিন্ত এরই মধ্যে কে বা কারা কংগ্রেস ভবনে তালা ঝুলিয়ে দেয়।
অন্যদিকে বিক্ষুব্ধ শিবিরের কংগ্রেস কর্মীকে রাহুল রায় পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলে রাতে হাইলাকান্দি সদর থানায় মামলা করেছেন সাগির আহমেদ। যদিও সাগির আহমেদ সহ বিক্ষুব্ধ শিবিরের উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে রাহুল রায় শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
Comments are closed.