Also read in

New twist on the death of Sudip Deb, Facebook Friend surrenders

গত ২৯ সেপ্টেম্বর শহরের বিলপার এলাকায় লোচন বৈরাগীর রোডে মৃত অবস্থায় পাওয়া সুদীপ দেবের মৃত্যুরহস্য এবার নতুন মোড় নিল। এই সংক্রান্ত মামলায় শুক্রবার থানায় আত্মসমর্পণ করলেন মৃত যুবকের ‘ফেসবুক ফ্রেন্ড’ এক বিবাহিতা মহিলা। জানা গেছে, দাস পদবীর এই মহিলা তারাপুর এলাকার পল্লীশ্রী লেনের বাসিন্দা।

সুদীপের মৃতদেহ যখন উদ্ধার হয়, তার মাথায় ছিল আঘাতের চিহ্ন । এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যা, এই অভিযোগ জানিয়ে সুদীপের পরিবারের লোকেরা এজাহার দায়ের করেছিলেন। তারা আরও জানিয়েছিলেন যে, বাড়ি থেকে বাইক নিয়ে বের হওয়ার ঠিক আগে ঐ ‘ফেসবুক ফ্রেন্ড’ মহিলার সাথে কথা হয়েছিল সুদীপের। তাদের অভিযোগ, ওই মহিলা ষড়যন্ত্র করে লোক দিয়ে হত্যা করিয়েছেন সুদীপকে। এই অভিযোগ পেয়ে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল মহিলাকে, তবে শুক্রবার থানায় এসে তিনি নিজেই আত্মসমর্পণ করেন। সুদীপের হত্যার সাথে তার কোনো যোগাযোগ নেই, সুদীপ শুধু তার ফেসবুক ফ্রেন্ড ছিলেন, এমনটাই জানান তিনি। সুদীপের মৃত্যু সম্পর্কে তার কোনো ধারণা নেই।

এদিকে,মহিলার রঙিরখাড়ি থানায় অবস্থানের খবর জানতে পেরে সুদীপের পরিবারের লোকেরা থানায় হাজির হয়ে সুবিচার প্রার্থনা করেন। তারা বলেন, এই মহিলার সঙ্গে সুদীপের প্রেমের সম্পর্ক ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ ছিল।

রাঙিরখাড়ি পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Comments are closed.