
NGO SAKSHAM and NMO distribute Medicine and Food items in Algapur
সক্ষম এবং এনএমও’ এর পক্ষ থেকে তাপাং ব্লকের অন্তর্গত আলগাপুর অঞ্চলের একটি বাগান এলাকায় এনিমিয়া ও দুর্বলতার শিকার ৪০ জন মহিলাদের মধ্যে আয়রন ও ভিটামিনের ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসক হিসেবে ওই স্থানে উপস্থিত ছিলেন সক্ষম’র সভাপতি ডা: প্রসেনজিৎ ঘোষ এবং এনএমও’র বরাক সংগঠনের সম্পাদক ডা: রঞ্জনা ধর। তারা পঞ্চাশটি পরিবারের হাতে রেশন সামগ্রীও তুলে দেন। সেইসঙ্গে গুরুচরণ কলেজের রোটারাক্ট ক্লাবের পক্ষ থেকে ১৫০ জনকে দুপুরের ভোজন করানো হয়।
শিলচর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত আলগাপুর অঞ্চলের একটি বাগান এলাকা চ্যাংদোয়ারে অনেকগুলো পরিবার খাদ্য ও সুস্বাস্থ্যের অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। বর্তমানে তাদের অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠেছে। এই অবস্থায় সক্ষম দক্ষিণ আসাম এবং এনএমও এগিয়ে আসে তাদের সাহায্যে। দন্ত চিকিৎসক ডা: পূরবী চৌধুরী, গুরুচরণ কলেজের অধ্যাপক ডা: মৃদুল মোহন দাস, মহুয়া সেন, সৌভিক দাস চৌধুরি, আরাধনা দাস শিকদার, জুলি নাথ এই কাজে এই দুই সংগঠনকে সাহায্য করেন বলে জানা যায়। তাছাড়া শিলচরের যুবক বাহিনী কর্তৃক পরিচালিত সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটিও এই কাজে সাহায্য করেছে।
সক্ষম’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহেলি দেব, সর্বানি পাল কর, আয়ুশি বিশ্বাস, মানস সিংহ প্রমুখ।ডা: প্রসেনজিৎ ঘোষ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তা এই এলাকার সবাইকে বুঝিয়ে বলেন।
অন্যদিকে এদিন সন্ধ্যায় চ্যাংকুড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে সক্ষম এর পক্ষ থেকে সাতজন দিব্যাঙ্গদের এবং ইটখোলা স্বামীজী রোডের দশটি পরিবারের হাতে রেশন তুলে দেওয়া হয়।
Comments are closed.