Not only roadside vendors, administration raids Goldighi Mall; fines KFC, Subway and others
প্রশাসন কর্তৃক পলিব্যাগের ব্যবহার নিয়ে বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও গোলদিঘি মলে থাকা দেশের বড় বড় বিপনী সংস্থার সম্ভ্রান্ত দোকানগুলোতে চলছিল এগুলোর আকছার ব্যবহার। আজ গোলদিঘি মলে অভিযান চালিয়ে পলিব্যাগের ব্যবহারের জন্য জরিমানা করা হয় এই নামিদামি প্রতিষ্ঠানগুলোকে।
আজকের অভিযানে জরিমানা করা হয় কেএফসি, ডোমিনোজ, পারিজাত, নাহাজ, বাস্কিন রব্বিনস্, সাবওয়ে, ফ্রেশ বেইক, আইল্যাক্স প্রভৃতি প্রতিষ্ঠানগুলোকে।
পুলিশ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসনের উদ্যোগে এই যৌথ অভিযান চালানো হয়। প্রশাসনের তরফে ছিলেন নবনীতা হাজারিকা, এসিএস; অদিতি নূনিসা, এ এল আর এস। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে ছিলেন নিপ্পন পাল। উল্লেখযোগ্য, কেএফসি’কে ১০,০০০ টাকা, সাব ওয়ে’কে ১০,০০০ টাকা, নাহাজ’কে ৬০০০ টাকা জরিমানা করা হয়।
গোমতী এবং পিৎজা হাটে পলিব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার না করার জন্য প্রশাসনের তরফ থেকে এই প্রতিষ্ঠানগুলোকে প্রশংসা জানানো হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ ব্যক্ত করেছেন সাধারণ জনগণ। এতদিন অভিযোগ ছিল যে, বাজারের সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন; আজকের অভিযানে সেই ভুল ভাঙলো।
Comments are closed.