NRC : Bilal Ahmed faces fatal attack to submit objection
রাস্ট্রীয় নাগরিকপঞ্জিতে পাসপোর্ট জালিয়াতি করে নাম অন্তর্ভুক্তি করেছেন বলে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শেষ পর্যন্ত রক্তাক্ত হলেন অভিযোগকারী সেই ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম বিলাল আহমেদ। বাড়ি হাইলাকান্দি শহর লাগোয়া নারায়নপুর তৃতীয় খণ্ড গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হাইলাকান্দির নারাইনপুর নাগরিক সেবা কেন্দ্র এলাকায়।
জানা গেছে, নারাইনপুর তৃতীয় খণ্ড গ্রামের জনৈক বিলাল আহমেদ বিগত ক ‘মাস আগে একই গ্রামের জনৈক ফরিদুল ইসলাম লস্কর মন্টুর বিরুদ্ধে জালিয়াতি করে এন আর সি তে নাম অন্তর্ভুক্তির অভিযোগ জানিয়েছিলেন। যার ফলে একসময় পুলিশ ফরিদুলকে গ্রেফতার করে।। এদিকে সোমবার অভিযোগকারী বিলাল আহমেদ তাঁর অভিযোগের স্বপক্ষে নথি পত্র নিয়ে নারাইনপুর সেবা কেন্দ্রে হাজির হলে ফরিদুল ইসলাম মন্টুর নেতৃত্বে অন্যরা হাজির হয়ে বিলালকে আক্রমণ করে বলে অভিযোগ।। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত বিলাল আহমেদকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় নাগরিকরা উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে প্রেরণ করেন। যদিও আঘাত গুরুতর থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই।
Comments are closed.