Also read in

"NRC-reject Bengali Hindus need not worry, CAB will pass this winter": Himanta Biswa Sarma

নাগরিকত্ব সংশোধনী বিল পাস হবেই বলে আরও একবার দৃঢ়ভাবে উল্লেখ করলেন আসামের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের জাতীয় রাষ্ট্রীয় একতা অভিযানের অধীনে জনজাগরণ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে নাগরিকত্ব বিল নিয়ে বিশদভাবে বললেন নেডা’র মুখ্য আহবায়ক ডঃ বিশ্ব শর্মা। তিনি সেই সঙ্গে এও বলেন, কাশ্মীরে ৩৭০ এবং ৩৫ (এ) ধারা ইতিমধ্যেই বাতিল হয়েছে, মুসলিম মহিলা বিল সংসদে পাস হয়েছে, এবার নাগরিকত্ব সংশোধনী বিলের পালা। এই বিল উদ্বাস্তুদের জন্য রক্ষাকবচের মত কাজ করবে। কাজেই কারো মনে সন্দেহ থাকা উচিত নয় যে, বিজেপি সিএবি পাস করবে কিনা। একই সঙ্গে এনআরসি-ছুট বাঙালি হিন্দুদের ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ বিজেপি কথা দিলে কথা রাখতে জানে।

পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় তিনি স্পষ্ট করে বলেন, যারা নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছেন তাদের কাগজপত্রের কি প্রয়োজন? কারণ নির্যাতনের শিকার হয়ে এদেশে পালিয়ে আসার সময় কাগজপত্র আনার কথা কারোরই মনে থাকার কথা নয়। কাজেই প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা পরিবারগুলোকে আশ্রয় দিতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সুরক্ষা এবং নাগরিকত্ব প্রদান করতে বিজেপি বদ্ধপরিকর। সব ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে সংসদ অধিবেশনে নাগরিকত্ব বিল পাস হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, নাগরিকত্ব বিল আমাদের নির্বাচনী ইস্তাহারের অন্তর্ভুক্ত ছিল এবং অনেকে বলেছিলেন যে আমরা সাধারণ নির্বাচনে জিততে পারবো না। এরপর নির্বাচনের ফলাফলটা তারা নিজেরাই দেখতে পেয়েছেন। তিনি এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, তবে তা হিন্দুদের জন্য নয়।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ সহ আরো অনেকে। সভায় পৌরহিত্য করেন বিজেপি দলের কাছাড় জেলা সভাপতি কৌশিক রাই।হিমন্ত বিশ্ব শর্মা আজ একদিনের সফরে বরাক উপত্যকায় এসেছিলেন। তিনি শিলচর এবং করিমগঞ্জ উভয় জেলায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন।

Comments are closed.