NRC verification : Hojai Residents attacked in Katigorah
কাছাড় জেলার কাটিগড়া রাজপুরে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন হোজাই নিবাসী একটি পরিবার। তারা সবাই এনআরসি ভেরিফিকেশনের ডাক পেয়ে কাটিগড়া এসেছিলেন হোজাই থেকে ।
ভুক্তভোগী একজন জানিয়েছেন, তিনটি গাড়ি করে ওরা প্রায় ৩০ জন লোক জালালপুর এনআরসি সেবা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে কাটিগড়া রাজপুর এলাকায় এক বিশাল সংখ্যক জনতা তাদেরকে পথ অবরোধ করে মারধর করে এবং নথিপত্র ছিনিয়ে নেয়। প্রায় ৩০-৪০ জন লোক তাদের গতিরোধ করে, তবে প্রত্যক্ষ আক্রমণে ছিল ৩-৪ জন। তাদের এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় আহত হয়েছেন ওমর উদ্দিন শেখ, আলী আহমেদ, হোসেন আহমেদ, হাসান বানু, জালাল উদ্দিন, নজমুল হসেন শেখ, শামিম আহমেদ, আনিস উদ্দিন, মজমুল হোসেন প্রমুখ। স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে বলে জানা গেছে। ঘটনায় গুরুতর আহত হোসেন আহমেদ নামে এক ব্যক্তিকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এখানে উল্লেখ্য, সমস্ত রাজ্য জুড়ে এখন এনআরসি দাবি আপত্তির শুনানি কাজ চলছে। শুনানির কাজে দূর দূরান্তে যেতে হচ্ছে অনেককে। এমতাবস্থায় এই ধরনের অবাঞ্ছিত ঘটনা অশান্তির আবহাওয়া সৃষ্টি করতে পারে বলে জনগণ আশঙ্কা করছেন।
Comments are closed.