On the eve of Panchayat Polls, 200 Congress cadres including Gautam Gupta is set to join BJP
ভোটের মুখে গৌতম গুপ্ত সহ দুই শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন
পঞ্চায়েত নির্বাচনের মুখে বুধবার প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী গৌতম রায়ের প্রাক্তন ব্যক্তিগত সচিব গৌতম গুপ্ত সহ লালা কাটলিছড়া অঞ্চলের দুই শতাধিক কংগ্রেস -ইউ ডি এফ নেতা কর্মী আনুষ্ঠানিক ভাবে বিজেপি দলে যোগদান করছেন।। এ উপলক্ষে বুধবার বিকেল তিনটায় লালার লালামুখ চা বাগানে এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে ।
বিজেপি সূত্রে এ খবর জানিয়ে বলা হয়েছে, বিভিন্ন দল থেকে এদিন বহু নেতা কর্মী বিজেপি দলে যোগদান করবেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন বিশিষ্ট সংস্কৃতি কর্মী গৌতম গুপ্ত। শ্রী গুপ্ত সহ অন্য দল থেকে বিজেপি দলে আসা নেতা কর্মীদের এদিন আনুষ্ঠানিক ভাবে বরণ করবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রবীন বিজেপি নেতা কবীন্দ্র পুরকায়স্থ , বিজেপি নেতা মিশন রঞ্জন দাস, বরাক বিজেপির সাংগঠনিক সম্পাদক নিত্যভূষন দে, প্রভারী রামকৃষ্ণ সিনহা ও হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি সুব্রত নাথ। বিজেপি সূত্রে আরও জানা গেছে, হাইলাকান্দি জেলা পরিষদের এগারোটি আসন সহ পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে বিজেপি দল কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে। বিভিন্ন দল ত্যাগ করে যে সব নেতা কর্মী বিজেপি দলে যোগদান করছেন তাদেরকেও পঞ্চায়েত নির্বাচনের প্রচারের কাজে লাগানো হবে।।
এদিকে গৌতম গুপ্তের ন্যায় কর্মচঞ্চল যুব নেতার দলে যোগদানে তৃনমূল পর্যায়ে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হবে বলেও সূত্রটি দাবি করেছে।।
Comments are closed.