One lakh rupees snatched from an SBI branch in Hailakandi
হাইলাকান্দির স্টেট ব্যাঙ্ক ক্যাম্পাস থেকে গ্রাহকের লক্ষ টাকা ছিনতাই
ভারতীয় স্টেট ব্যাঙ্কের লালা শাখা প্রাঙ্গন থেকে মঙ্গলবার দুপুরে এক গ্রাহকের লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লালা পুলিশ তদন্তে নামলেও খোয়া যাওয়া টাকা উদ্ধার কিংবা গ্রেফতারের কোন খবর নেই। জানা গেছে, এদিন দুপুরে এসবিআই’য়ের লালা শাখা থেকে এক লক্ষ টাকা তুলেন লালার মঙ্গলবারি বাজারের ব্যাবসায়ী জিয়াউল ইসলাম লস্কর। এরপর ব্যাঙ্ক ক্যাম্পাসে থাকা মোটরসাইকেলের হ্যান্ডেলে টাকার বেগ রেখে গাড়ি ঘোরানোর সময় গলা,ঘাড়ে শরীরে প্রচন্ড চুলকানির সৃষ্টি হয়। তখন তিনি মোটর সাইকেল থেকে নেমে শরীরে হাত দিয়ে চুলকানির সময় দুই অপরিচিত যুবক টাকার বেগ নিয়ে চম্পট দেয়।
জিয়াউল ইসলামের শরীরে চুলকানির স্প্রে দিয়ে দুস্কৃতিরা ছিনতাই করে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্তে নামলেও ছিনতাইবাজদের কোন হদিস বের করতে পারে নি।
লালা থানার ওসি এম ইসলাম জানান, ব্যাঙ্কের সি সি টিভি’র ফুটেজ নিয়ে তদন্ত চালানো হবে।
Comments are closed.