Also read in

Only Permanent market stalls and shops are eligible to sale items in Fatak Bazar, Gopalganj and New Market area

লকডাউনে মূলত খুচরো বাজারগুলো ঘিরে বিরাট জনসমাগম গড়ে ওঠে, অবশ্যই এর কেন্দ্রবিন্দু ফাটকবাজার। এবার প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফাটকবাজারের নিউ মার্কেট এবং গোপালগঞ্জের সামনে রাস্তায় বসে কোনও খুচরো বিক্রেতা সব্জি, ফল ইত্যাদি বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র স্থায়ী দোকানের ব্যবসায়ীরা সব্জি বিক্রির অনুমতি পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি নির্দেশ জারি করা হয়েছে যা মঙ্গলবার সকাল থেকে কার্যকরী হবে।

জেলাশাসক কীর্তি জল্লি জানিয়েছেন, যারা নিয়ম অমান্য করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা বারবার করে অভিযোগ পেয়েছি, রাস্তাঘাটে সব্জি-ফল ইত্যাদি বিক্রির ফলে প্রচণ্ড ভিড় জমা হয় যা অত্যন্ত বিপজ্জনক। আমরা এই মুহূর্তে লকডাউন চালু করার পক্ষে নই, কারণ এতে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর লোকদের সব থেকে বেশি কষ্ট হয়। তবে ভাইরাস সংক্রমণের সম্ভাবনাগুলোকে আমরা কোনভাবেই চোখের আড়ালে রাখতে পারছিনা। তাই আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি কোনও বাজারে প্রয়োজনের বেশি জনসমাগম হয় তবে বাজার বন্ধ করে দেওয়া হবে। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফাটকবাজারের নিউ মার্কেট এবং গোপালগঞ্জের সামনে রাস্তায় বসে কোনও খুচরো বিক্রেতা সব্জি, ফল ইত্যাদি বিক্রি করতে পারবেন না।

এদিন মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করেন জেলাশাসক। এতে স্থানীয় বাজারগুলোয় অস্বাভাবিক জনসমাগম আটকানো এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধির রোধ করার ব্যাপারে আলোচনা হয়।

Comments are closed.