Also read in

Durga Pujo: Overcoming the Impact of Titli, Various Puja Committee of Hailakandi trying their best to give astonishing impression, though there are not very big budget Pujo.

তিতলির প্রভাব কাটিয়ে শেষ পর্যন্ত সাধ্যমতো চমক দিতে ব্যস্ত হয়ে পড়েছেন হাইলাকান্দি জেলার  বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা।  একটানা  তিনদিন তিতলির দাপটে  অকাল বর্ষণের পর রবিবার বিকেলে কিছুটা হলেও আকাশের মুখে হাসি  ফুটেছে। কালো মেঘ সরে গিয়ে আশ্বিনের আকাশে টুকরো টুকরো  সাদা মেঘকে অজানার উদ্দেশ্যে উড়ে বেড়াতে দেখা যাচ্ছে। আর এই সুযোগে পূজা মণ্ডপকে সাজিয়ে তুলতে জোর তৎপরতা শুরু করেছেন পূজা কমিটির কর্মকর্তারা। এবছর হাইলাকান্দি শহরে  আটত্রিশটি পূজা ছাড়াও বাড়ির অনেক পূজা রয়েছে। সেইসঙ্গে লালা শহরে চব্বিশটি সার্বজনীন পূজা আয়োজিত হচ্ছে । পাশাপাশি রয়েছে জেলার চাবাগান এবং গ্রামের পূজা ।

এবছর হাইলাকান্দি জেলার চা বাগানের বোনাসপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার  ফলে আগে থেকেই চা বাগানে পূজার পরিবেশ বিরাজ করছিল। কিন্তু অকাল বর্ষণের ফলে পুজার আনন্দ অনেকটাই মাটি হয়ে গিয়েছিল । যদিও রবিবার বিকেলে  আবহাওয়া অনুকূল হতেই জেলাজুড়ে উৎসবের আনন্দে গা ভাসাতে দেখা গেছে বহু মানুষকে ।  ইতিমধ্যেই বহু মণ্ডপে প্রতিমা আনা হয়ে গেছে। মণ্ডপে প্রতিমা আসতেই কার্যত পুজোর ধুম লেগে গেছে।

হাইলাকান্দি শহরে এবার বিগ বাজেটের তেমন কোনো পূজা নেই। তবুও ঐতিহ্য মেনে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত যুবসমিতির দুর্গাপূজা, মা অর্নপূর্ণা ক্লাবের পূজা, মেঘদূত ক্লাবের পূজা, তরুণ সংঘের পূজা, পূর্বপাড়া দুর্গাপুজা সহ কয়েকটি পূজার আয়োজকরা সাধ্যমত চমক দেওয়ার চেষ্টা করে চলেছেন। এবার পাঁচগ্রাম থেকে আরম্ভ করে দক্ষিন হাইলাকান্দির রামনাথপুর পর্যন্ত  গোটা  হাইলাকান্দি জেলায় প্রায়  পাঁচশতাধিক দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে ।

শহরের পূজায় কিছুটা জাকজমক থাকলেও গ্রামের পুজোয় সাত্বিকতার উপর জোর দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় হাইলাকান্দি জেলা সদর ও লালা শহরে কেনাকাটা করতে  মানুষকে দেখা গেছে। রবিবার সকাল থেকে মেঘ আর রোদের লুকোচুরি শেষে আকাশ ঝলমলে হতেই শারদ উৎসবে ছন্দ ফিরে আসে। ভিলেন রুপী বৃষ্টির জন্য মণ্ডপ সজ্জার কাজ থমকে থাকার পর এদিন প্রতিটি মণ্ডপে  জোর গতিতে কাজ শুরু হয়।  ।এদিকে এবার পুজোর  মুখে অকাল বৃষ্টিতে হাইলাকান্দি ও লালা শহরের বিভিন্ন রাস্তার অবস্থা চরম বেহাল হওয়ার ফলে পথচলা দায় হয়ে পড়েছে।  পথ চলতি  মানুশকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। হাইলাকান্দি শহরের লক্ষ্মীশহর এলাকার আটনং ওয়ার্ডের রাস্তা দিয়ে লোকচলাচল মুশকিল হয়ে পড়েছে । একেইভাবে শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড এলাকার রাস্তায় কাদাজলে থইথই করছে। পুজোর  মুখে শহরের ভাঙ্গা রাস্তা আর কাদায় শহরের বহু এলাকার মানুষকে নারকীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Comments are closed.

error: Content is protected !!