Ox shoves a retired teacher to death in Katlicherra
শিবের ষাঁড়ের গুঁতোয় এক অবসর প্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হল হাইলাকান্দির কাটলিছড়ায়।। নিহত শিক্ষকের নাম সূরজ কুমার সিনহা।। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।।বাড়ি কাটলিছড়ার কন্টিরামপুর এলাকায়।৷
জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশে পূর্ত সড়ক দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি।। তখন আচমকা পেছন দিক থেকে একটি ষাঁড় এসে তাঁকে সজোরে গুঁতো দেয়। আর এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্ত তাঁর আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে এদিন বেলা আড়াইটা নাগাদ অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়।
এদিকে কাটলিছড়ার রাঙ্গাবাক, কন্টিরামপুর এলাকার সমাজসেবী, শিক্ষাবিদ সূরজ কুমার সিনহার মৃত্যুর সংবাদ চাউর হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে । প্রয়াত সূরজ কুমার সিনহার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ কাটলিছড়ার বাড়িতে নিয়ে আসা হবে।৷ এরপর শেষ কৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়।।
Comments are closed.