Pace of work on the Silchar-Kumbhiragram VIP Road has increased; no waiting for the electric poles removal.
বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ না সরিয়েই ভিআইপি সড়কে পিচের কাজে শুরু করে দিল ঠিকাদার সংস্থা । শিলচর কুম্ভীরগ্ৰাম ভিআইপি সড়কের চারলেনের নির্মাণ কাজ দীর্ঘদিন থেকে চলছে । ভিআইপি সড়কের গোসাইপুর- কুম্ভীরগ্ৰাম অংশের নির্মাণে ধীরগতিতে কাজ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে । শুকনো মরশুম প্রায় শেষ হয়ে গেলেও প্রত্যাশামত হয়নি সড়কের নির্মাণ কাজ । ভিআইপি সড়কের শিলচর- মধুরাপুল অংশের কাজ যখন প্রায় শেষের পথে হলেও গোসাইপুর কুম্ভীরগ্ৰাম অংশের নির্মাণ কাজে তেমন গতি পরিলক্ষিত হয়নি। ইদানিং ভিআইপি সড়কে পিচের কাজে হাত দিয়েছে ঠিকাদার সংস্থা, শুরু হয়েছে তড়িঘড়ি । ছয়মাইল এলাকায় সড়কের কিছুটা অংশ পিচ করা হয়ে গিয়েছে । দেখা গেছে পুরাতন সড়কে থাকা বিদ্যুতের খুঁটি এবং জলের পাইপ না সরিয়ে পিচের কাজ করা হচ্ছে । নতুন সড়ক চারলেনের হয়ে যাওয়ায় বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ ভিআইপি সড়কের মধ্যেই বহাল তবিয়তে রয়েছে । বিদ্যুতের খুঁটি সড়কের মধ্যে বহাল তবিয়তে রেখে সড়কে পিচ করার ফলে যেকোন বড়সড় দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই ।
এনিয়ে পূর্তবিভাগের কার্যনির্বাহী বাস্তুকার এনআর পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ সরানোর জন্য অর্থ মঞ্জুর করা হয়েছে । কয়েকদিনের মধ্যেই বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ সরানোর কাজে হাত দেওয়া হবে । তিনি আরও জানান , যেহেতু মোটা অংকের ইস্টিমেট তাই এই কাজগুলো গৌহাটি চিফ ইঞ্জিনিয়ারিংয়ের অফিস থেকে করা হচ্ছে । তাছাড়া এএসইবি এবং পিএচই দুইটি আলাদা বিভাগের ইস্টিমেট থাকায় টেন্ডারের কাজে সময় লাগছে । এদিকে শুকনোর মরশুম শেষ হয়ে বর্ষার মরশুম এসে যাচ্ছে । তাই বর্ষার কথা মাথায় রেখে সড়কে পিচের কাজে হাত দেওয়া হয়েছে । তবে খুব শীঘ্রই বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ সরানোর কাজে হাত দেওয়া হবে বলে জানান তিনি।
Comments are closed.