Panchayat Election: Repolling in 13 booths tomorrow
কাছাড় জেলায় তেরোটি নির্বাচন চক্রে পুনরায় ভোট হচ্ছে আগামীকাল
এক প্রশাসনিক আদেশবলে আগামীকাল পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কাছাড় জেলার তেরোটি নির্বাচনী বুথে । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশানুসারে কাছাড়ের জেলা উপায়ুক্ত এস লক্ষ্মণন স্বাক্ষরিত এক আদেশে নিম্নলিখিত বুথগুলোতে আগামীকাল পুনরায় ভোট গ্রহণ করা হবে।
২৩ নাম্বার ২০০ বাউরিকান্দি এলপি স্কুল
৩০ নম্বর ২০২ শাবাজপুর এলপি স্কুল
৩৮ নম্বর আউলিয়া টিল্লা এলপি স্কুল (রুম নম্বর ১)
৫৪ নম্বর ঈশ্বরচন্দ্র এমই স্কুল
৩৬ নম্বর ৬১০ ফ্রেঞ্চনগর এলপি স্কুল (রুম নম্বর ২)
১২ নম্বর জঙ্গলগ্রাম গভর্নমেন্ট জুনিয়র বেসিক স্কুল
৫৫ নম্বর ১৪৬২ ধুমকর এলপি স্কুল
৬০ নম্বর ১০৮৪ কাঙালি বস্তি এলপি স্কুল
৪৭ নম্বর ৩৩৭ নিশ্চিন্তপুর এলপি স্কুল
৯ নম্বর ২৭৯ পীর নগর এলপি স্কুল
৫৮ নম্বর ৯৩০ ভৈরবপুর এলপি স্কুল
১২ নম্বর ৩০ নিজ ফুলবাড়ি পাঠশালা
৯ নম্বর ৪৫ দুধপুর পাঠশালা
এখানে উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে উল্লেখিত বুথগুলোতে বিভিন্ন কারণে ভোট দান প্রক্রিয়া ব্যাহত হয়। তাই উল্লেখিত বুথ গুলিতে গতকালের ভোট দান প্রক্রিয়া বাতিল ঘোষণা করে নতুন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। ভোট দান প্রক্রিয়া চলবে সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত।
Comments are closed.