Panchayat : Re-poll in 16 Polling Stations at Karimganj District tomorrow
করিমগঞ্জে ১৬টি কেন্দ্রে পুন:নির্বাচন হতে চলেছে আগামী কাল
*করিমগঞ্জে ১৬টি কেন্দ্রে পুন:নির্বাচন হতে চলেছে আগামী কাল*
করিমগঞ্জ জেলার ১৬টি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। আজ ৩৯টি পোলিং স্টেশনের মধ্যে ২৩টি তে ভোট গ্রহণ করা হয়েছে। ২৩টি কেন্দ্রে আজ সকাল ১০-৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬-৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলে ।ব্যালট পেপার ছাপানোর কাজ সম্পন্ন না হওয়ায় বাকি ১৬টি কেন্দ্রে আজ ভোট নেওয়া সম্ভব হয়নি; আগামীকাল করিমগঞ্জ জেলায় যেসব কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো,
১) পহেলা মুলি এমবি স্কুল
২) ৫২৮ নম্বর বালির বন্দ এলপি স্কুল
৩) ৯৯৯ নং নগর বাজার এলপি স্কুল
৪) ৫৮৪ নং কামারগ্রাম এলপি স্কুল
৫) ৯২১ নং সাগর পার এলপি স্কুল
৬) ৫১০ নম্বর ফতেপুর এলপি স্কুল
৭) ৫৯০ নম্বর বাইজ খালি এলপি স্কুল
৮) ৭২৪ নম্বর আব্দুল্লাহপুর এলপি স্কুল
৯) ১০৬১ নম্বর নয়াবাড়ি এলপি স্কুল
১০) ২১২ নম্বর আলম খান মক্তব (দক্ষিণ)
১১) ২১২ নম্বর আলম খানি মক্তব (বাম)
১২) ১০৬৫ নম্বর সৈদ বাড়ি এলপি স্কুল
১৩) ৩৬৫ নম্বর নঘরিয়া এলপি স্কুল দক্ষিণ
১৪) বরুয়ালা হাই স্কুল দক্ষিণ
১৫) ১৮৫ নম্বর দরগাবন্দ মক্তব
১৬) ৭৭০০ নম্বর ইনাতপুর এলপি স্কুল
আগামী কাল ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে করিমগঞ্জের জেলা উপায়ুক্ত জানিয়েছেন।
আজ কাছাড় জেলার ১৩টি কেন্দ্রে হাইলাকান্দির ২টি এবং করিমগঞ্জ জেলার ২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। আজকের ভোটগ্রহণপর্ব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
Comments are closed.