Also read in

Parimal Suklabaidya visits Dholai's Rajnikhal area, inspects the land for setting up a zoo

ধলাইর রজনীখালে শীঘ্রই শুরু হতে যাচ্ছে চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন প্রকল্প নির্মাণের কাজ । শুক্রবার কাছাড় জেলার ধলাইর রজনীখালে প্রস্তাবিত চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী উদ্ধার এবং পুনর্বাসন প্রকল্পের বাস্তব পরিস্থিতি পর্য্যালোচনার জন্য এলাকা পরিদর্শনে যান খোদ রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য । সঙ্গে ছিলেন কাছাড়ের বন অধীক্ষক সানিদেও ইন্দ্রদেও চৌধুরী ও বিভাগীয় কর্মকর্তারা। আসাম রাজ্যিক বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি কর্তৃক অনুমোদিত প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য প্রজেক্ট তৈরি করতে বিভাগীয় আধিকারিককে নির্দেশ প্রদান করেন।

এই পরিদর্শনে বনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সিতাংশু দাস সিতাংশু দাস, কাছাড় জেলা যুব মোর্চার মিডিয়া সেলের ইনচার্জ কমলেশ দাস, জেলা যুব মোর্চার কর্মকর্তা যীশু দে প্রমূখ।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে বরাক উপত্যকার বন্যপ্রাণী সংরক্ষণে এক সহায়ক হবে। তাছাড়া বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া দুষ্প্রাপ্য প্রজাতির বন্যপ্রাণী গুলোর আশ্রয়স্থল ও হবে। শিলচর শহর থেকে দূরে এই চিড়িয়াখানা গড়ে উঠলে শহরের সম্প্রসারণে ও সহায়ক হবে।

 

Comments are closed.