Passenger train to reach Assam tomorrow: This will mark the beginning of a decisive stage against COVID says Himanta Biswa Sarma
লক ডাউনের শুরু হওয়ার পর আগামীকালই প্রথম ট্রেন আসছে আসামে, নয়াদিল্লি- ডিব্রুগড় ট্রেন। তাই আসামের জনগণকে সতর্ক করে হিমন্ত জানালেন, এই রেল কোকরাঝাড় স্টেশনে আসার পরেই শুরু হবে কোভিডের বিরুদ্ধে নির্ণয়ক পর্যায় । আজ এনএইচএম দপ্তর থেকে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এই মতামত ব্যক্ত করেন।
আগামীকাল যে ট্রেন এসে পৌঁছাচ্ছে সেই ট্রেনে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী নামছেন ডিব্রুগড়, ৮৪২ জন। এরা ধেমাজি, লক্ষিমপুর, ডিব্রুগড় প্রভৃতি স্থানে যাবেন। পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের ও অনেক যাত্রী থাকবেন ঐ ট্রেনে। ট্রেনটি মোগলসরাই,কানপুর বারাউনি, নিউ জলপাইগুড়ি প্রভৃতি স্টেশনে দাঁড়াবে। স্বাভাবিকভাবেই এতে সংক্রমনের সম্ভাবনা বাড়বে বৈ কমবে না। আগামী এক সপ্তাহ ধরে প্রতিদিন একটা করে ট্রেন দিল্লি থেকে ডিব্রুগড় এসে পৌঁছবে বলে জানা গেছে। তাছাড়াও রয়েছে আগরতলা গামী ট্রেন।
ট্রেনগুলোতে আসা সকল যাত্রীকে টেস্ট করা সম্ভব হবে না । যাদের কোন সিম্পটম পাওয়া যাবে তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা হবে । তবে, এখন থেকে কাউকে হোম কোয়ারেন্টাইন করা হলে শুধু ওই ব্যক্তিকে নয়, সেই বাড়িতে থাকা সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে । প্রয়োজনবোধে রাজ্যের স্কুল-কলেজগুলোকেও ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে রাখা হবে।
সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, রাজ্যগুলো থেকে জোর দেওয়া হচ্ছে যাতে প্রতিটি রাজ্য তাদের নিজ নিজ বাসিন্দাদের রাজ্যে ফিরিয়ে নেয়, নইলে সমস্যা হচ্ছে কোভিড মোকাবিলায়। রাজ্যগুলির এই অনুরোধের পরই কেন্দ্রীয় সরকার এই রেল চলাচল শুরু করেছে।
মন্ত্রী আরও জানান, যারা ট্রেনে করে আসছে তাদের চৌদ্দদিন কোয়ারেন্টাইনে থাকার মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে। ইতিমধ্যে শ্রীরামপুর এবং সাগলিয়া গেট দিয়ে ৩৫৯৭ জন ব্যক্তি বিভিন্ন যানবাহনে আসামে এসেছেন। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্য থেকে এসেছেন ৩৭০৫ জন।
Comments are closed.