PM Modi interacts with GP President from Cachar's Choto Dudhpatil
কাছাড় জেলার ছোট দুধপাতিলের নাম সংবাদে উঠে এলো জিপি সভাপতি রঞ্জিত সরকারের হাত ধরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জিপি সভাপতি হিসেবে রঞ্জিত সরকারের মতবিনিময়ের মাধ্যমে। ভারতের বিভিন্ন প্রান্তের বহু জিপি সভাপতির সঙ্গে প্রধানমন্ত্রী আজ বার্তালাপ করেন। কাছাড় জেলার ছোট দুধপাতিলের জিপি সভাপতি ছিলেন তারই মধ্যে একজন। এখানে উল্লেখ করা যেতে পারে,পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তার বক্তৃতার পর বিভিন্ন জিপি সভাপতির সঙ্গে মতবিনিময় করেন।
করোনা মোকাবিলায় কিভাবে কাজ চলছে জিপি সভাপতি রঞ্জিত সরকার প্রধানমন্ত্রীর কাছে তা তুলে ধরেন। তিনি জানান, কিভাবে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন, চাল, ওষুধ ইত্যাদি বন্টন করছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে বোঝাচ্ছেন। তিনি লকডাউনের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। সেই সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক কিশোর নাথেরও প্রশংসা করেন তার বক্তব্যে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় রঞ্জিত সরকারকে এও বলেন, আসামের মানুষ লকডাউনের জন্য মোটেই খুশি নন, কারণ তাদের প্রিয় বিহু উৎসবে মেতে ওঠা হয়ে ওঠে না এই লকডাউনের জন্য। বাঙালি অধ্যুষিত এই এলাকায় বিহুর যে কোনো প্রভাব নেই সেটা প্রধানমন্ত্রীর খেয়াল এড়ালেও রঞ্জিত সরকার জানান যে প্রধানমন্ত্রীর লকডাউনের সিদ্ধান্তে অসমবাসী খুশি। প্রধানমন্ত্রীও খুশি ব্যক্ত করে ধন্যবাদ জানান রঞ্জিত সরকারের করোনা মোকাবিলার কাজের বিবরণ শুনে।
Comments are closed.