Police-CRPF in a joint operation seizes detonators and gelatin sticks
হাইলাকান্দিতে পুলিশ-সিআরপিএফ যৌথ অভিযানে জিলেটিন স্টিক,ডিটেনেটর উদ্ধার
হাইলাকান্দির বন্দুকমারা পুলিশ ফাঁড়ির সুদর্শনপুর প্রথম খন্ড গ্রামে অভিযান চালিয়ে জিলেটিন স্টিক, ডিটেনেটর সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ -সিআরপিএফ। সোমবার গভীর রাতে কুচিলার ১৪৭ সিআরপিএফ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নরেন্দ্র কুমার ও বন্দুকমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মক্রম আলির নেতৃত্বে সিআরপিএফ ও পুলিশ বাহিনী সুদর্শনপুর প্রথম খন্ডের জনৈক আমির উদ্দিনের বাড়িতে অভিয়ান চালিয়ে জিলেটিন স্টিক সহ অন্য সামগ্রী উদ্ধার করে।।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪৮ টি জিলেটিন স্টিক, ৪৯ টি নন ইলেক্ট্রিক ডিটেনেটর, তিন মিটার তার, ৬০০ টি আর সেভেন ট্যাবলেট । পুলিশ ঘরের মালিক আমির উদ্দিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা নথিভূক্ত করা হয়েছে।
এখানে উল্লেখ্য যে জিলেটিন স্টিক, ডিটোনেটর প্রভৃতি সাধারণত কোন ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয়। পাহাড় কেটে রাস্তা বানানোর কাজেও এটা সরকারী ভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই ঘটনায় জব্দ করা জিনিস গুলো কি উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং কে বা কারা রেখেছিল তা এখনো স্পষ্ট হয়নি। পুলিশি তদন্ত চলছে।
Comments are closed.