Police seals BJP's public relation office in Hailakandi
হাইলাকান্দি জেলা সদরে গৌতম গুপ্তের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির একটি নির্বাচনী কার্যালয় সিল করে দেওয়ার খবরে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের বৈধ অনুমতি ছাড়া বিজেপির ওই জনসংযোগ কার্যালয় খোলা হয়েছিল বলে অভিযোগ ।
শনিবার রাতে ফ্লায়িং স্কোয়াড ও পুলিশ বাহিনী হাইলাকান্দি শহরের পুরনো হাসপাতাল পয়েন্টে থাকা বিজেপির একটি জনসংযোগ কার্যালয়ে আচমকা ছুটে গিয়ে তা সিল করে দেয়। প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকার জন্য অফিসটি বনধ করা হয়েছে বলে ফ্লায়িং স্কোয়াড বাহিনী তখন জানায়।
এদিকে ভোটের মুখে শাসক বিজেপি দলের একটি জনসংযোগ কার্যালয় সিল করার খবরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।৷ জানা গেছে, বিজেপি নেতা গৌতম গুপ্তের তত্বাবধানে ওই অফিসটি খোলা হয়েছিল। কিন্ত মাঝপথে ভোটের আগে এভাবে অফিসটিতে পুলিশ বাহিনীর ও ফ্লায়িং স্কোয়াডের হানা তথা সিল করার ঘটনায় দলীয় কর্মীমহলে হতাশা দেখা দিয়েছে।।
এদিকে রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিজেপির কোন অফিস সিল করা হয় নি। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষে জনসংযোগ আধিকারিক সাবির নিষাদ জেলা উপায়ুক্ত কীর্তি জল্লির উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাতে বিজেপির কোন কার্যালয়ে অভিযান কিংবা সিল করা হয় নি, খবরটি ভিত্তিহীন।। এদিকে পুলিশ বাহিনী ছুটে গিয়ে একটি কার্যালয় বনধ করে দেওয়ার ঘটনা ঘটলেও জেলা শাসক বলছেন, কোন কার্যালয় সিল করা হয় নি। তাহলে পুলিশের উপর জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে শাসক দলের নির্বাচনী কার্যালয়ে পুলিশ বাহিনী ছুটে গিয়ে সিল করল তা নিয়েও জোর চর্চা চলছে।
Comments are closed.