
প্রদীপের শতরানে বিশাল জয় পেল ইউনাইটেড, টানা চতুর্থ হার ওয়েসিসের
ওপেনিং ব্যাটসম্যান প্রদীপ সরকারের বিস্ফোরক শতরানে বিশাল জয় পেল ইউনাইটেড ক্লাব। শুক্রবার শিলচর ডি এস এ আয়োজিত নারায়ন পাল স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দশ উইকেটে হারায় ক্লাব ওয়েসিস কে। এই জয়ের ফলে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিল ইউনাইটেড। এর আগে চার ম্যাচে চারটি জয় দিয়ে শেষ চার নিশ্চিত করে নিয়েছে টাউন ক্লাব। ফলে দ্বিতীয় দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এদিনের হারের পর আরো চাপে পড়ে গেল ওয়েসিস। এবার তারা অবনমন এড়াতে লড়বে যোগাযোগের বিরুদ্ধে।
সকালে সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইউনাইটেড। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৩৮ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় ওয়েসিস। চলতি টুর্ণামেন্টে এটাই তাদের সর্বাধিক স্কোর। তবে একটা সময় মনে হচ্ছিল আজও বুঝি কম রানে গুটিয়ে যাবে ওয়েসিস। কারণ ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুকছিল তারা। তবে সাত নম্বরে ব্যাট করতে নেমে দারুন লড়াকু অর্ধশতরান করেন অরিজিৎ মহাপাত্র। তিনি করেন ৫৮। মূলত তার ইনিংসের জন্য একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় ওয়েসিস। এর আগে প্রীতম রায় ৩৯ রানের ভালো ইনিংস খেলেন। তবে ব্যর্থ হন সুরজ যাদব সহ দিবাকর গোয়ালা ও তাপস দাস। অভিজিৎ দেবনাথ (২০) ও দেবজ্যোতি দাস (১০) রান করেন। দারুণ বোলিং করেন ফজলুর রহমান (৪-৩১) ও প্রদীপ সরকার (৩-৫১)।
ইউনাইটেডকে এই রানে আটকে রাখতে হলে ওয়েসিসের দরকার ছিল নতুন বলে দ্রুত কয়েকটি উইকেট। তবে তারা বিপক্ষের ওপেনিং জুটি ভাঙতেই ব্যর্থ হয়। ইউনাইটেডের দুই ওপেনার প্রদীপ সরকার ও রাজু দাস প্রথম থেকেই দুরন্ত ছন্দে ছিলেন। দিনের শেষে এই ওপেনিং জুটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দের সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ২৬.১ ওভারেই ১৮০ রান তাড়া করে নেয় ইউনাইটেড। বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান প্রদীপ (৮৯ বলে অপরাজিত ১০১)। তার ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ৬। আর রাজু অপরাজিত থাকেন ৬৩ রানে। প্রথম দুই ম্যাচে রান না পেলেও এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে অপরাজিত অর্ধশতরান করলেন রাজু।
উল্লেখ্য, চলতি সুপার ডিভিশনে এটা দ্বিতীয় শতরান। এর আগে ইন্ডিয়া ক্লাবের পারভেজ মোশাররফ সুপার ডিভিশনে সেঞ্চুরি করেছিলেন।
Comments are closed.