Also read in

Premier Club Championship: Prosenjit-Sukanta's Centuries help United to win huge in the mere formality match

শিলচরে চলতি অসম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে সোমবার বিশাল জয় পেল ইউনাইটেড ক্লাব। নিয়ম রক্ষার লিগ ম্যাচে এদিন ইউনাইটেড ১৩৭ রানে হারায় ক্লাব ওয়েসিস কে। চারদলীয় এই গ্রুপ থেকে ইতিমধ্যেই ফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছে ইন্ডিয়া ক্লাব। তাই এদিনের এই ম্যাচ টুর্নামেন্টের লাইনআপে কোনো প্রভাব ফেলবে না। আগামী ১১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে খেলবে যোগাযোগ সংঘ।

এবার ফিরে আসা যাক সোমবারের ম্যাচে। সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে এদিন ইউনাইটেডের হয়ে সেঞ্চুরি হাঁকান প্রসেনজিৎ সরকার ও সুকান্ত দে। আর জোড়া সেঞ্চুরির দৌলতে সুপার ডিভিশনের চ্যাম্পিয়নরা প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে দু উইকেটে ৩৩৪ রানের পাহাড়প্রমাণ স্কোর খাড়া করে। ১১৫ বলের মোকাবিলা করে ১৪৩ রানের বিধ্বংসী শতরান হাকান প্রসেনজিৎ। তার ইনিংসটি সাজান ছিল ২৩টি চার ও একটি ছয়ের মার‌ দিয়ে। সুকান্ত দে অপরাজিত থাকেন ১১৮ রানে। দ্বিতীয় উইকেট এর জন্য প্রসেনজিৎ ও সুকান্ত ২১৫ রানের পার্টনারশিপ গড়েন। এছাড়া মোশারব হোসেন লস্কর ২৫ ও শুভজিত পাল ২৩ রান করেন। অতিরিক্ত ২৫।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও এই টার্গেট তাড়া করা ওয়েসিস এর পক্ষে প্রায় অসম্ভব ছিল। হলোও তাই। তারা ৩৮.৫ ওভারে ১৯৭ রানেই অলআউট হয়ে যায়। প্রীতম রায় (৭১) অর্ধশত রানের দারুণ একটা ইনিংস খেলেন। এছাড়া উল্লেখযোগ্য অবদান রাখেন সূরজ যাদব (২৮), গৌরব রবিদাস (২৭) ও শুভম রায় (১৫)। চার উইকেট শিকার করেন সাহিল হাসান লস্কর। ব্যাটের পর বল হাতেও কামাল দেখান প্রসেনজিৎ। তিনি নেন দু উইকেট।

এই জয়ের পর চারদলীয় গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় দিয়ে শেষ করল ইউনাইটেড ক্লাব।

Comments are closed.