Also read in

Premier Club Cup: India Club of Silchar and Maizdihi of Karimganj lose their matches

৪ এপ্রিল: তৃতীয় অসম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে হার দিয়ে শুরু করল শিলচরের ইন্ডিয়া ক্লাব। ডিব্রুগড়ে চলতি ফাইনাল রাউন্ডে তিন দলীয় গ্রুপে রবিবার নিজেদের প্রথম ম্যাচে ক্লাব তিরঙ্গার বিরুদ্ধে সাত উইকেটে হেরেছে শিলচরের চ্যাম্পিয়নরা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ৬ এপ্রিল সুপার টাচ ক্লাবের বিরুদ্ধে খেলবে ইন্ডিয়া ক্লাব। টুর্ণামেন্টে আশা জিইয়ে রাখতে হলে সেদিন জিততেই হবে শিলচরের প্রতিনিধিদের।
এদিন প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইন্ডিয়া ক্লাব। দলের একাধিক ব্যাটসম্যান সেট হয়েও বড় স্কোর করতে পারেনি। পারভেজ মোশাররফ (১৫), গোবিন্দ রাজবংশী (২), প্রশান্ত কুমার (১৬), ইকরামুল আলী (২৫), দেবাশীষ শইকীয়া (১৮) এবং সাদিক ইমরান (২৭) রান করেন। অধিনায়ক রেহান জামিল মজুমদার (৯) ব্যর্থ হন। বিপক্ষের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ইন্ডিয়া ক্লাব। ৫৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। যা থেকে আর বেরিয়ে আসতে পারিনি। তিনটি করে উইকেট নেন পৃথ্বীশ রাহারায় ও দেনিশ দাস।
রান তাড়া করতে নেমে ৩৪.৩ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তিরঙ্গা। মানস গগৈ (৫৬) অর্ধশত রান করেন। এছাড়া দেনিশ দাস (৩৩) ও গৌরব তালুকদার ২৩ রান করেন। এদিন ইন্ডিয়া ক্লাব মোট আটজন বোলার কে ব্যবহার করেও সাফল্য পায়নি।
এদিন ফাইনাল রাউন্ডে তিনসুকিয়ায় অন্য গ্রুপে হারের মুখ দেখেছে সাউদার্ন জোনের চ্যাম্পিয়ন করিমগঞ্জের মাইজডিহি ক্লাব। তাদের ছয় উইকেটে হারায় ক্রিকেট ক্লাব অব ডিব্রুগড়। প্রথমে ব্যাট করে ৩২ ওভারে ৮৬ রানে অলআউট হয় মাইজডিহি। জবাবে ২০.৪ ওভারে চার উইকেট হারিয়ে ৯২ রান তুলে নেয় ক্রিকেট ক্লাব অব ডিব্রুগড়।

Comments are closed.