Also read in

Preyasee of Sonai makes Barak proud by winning a silver medal at the national level

জাতীয় স্তরে রৌপ্য পদক জিতে বরাকবাসীকে গর্বিত করল ১১ বছর বয়সী প্রেয়সী সিংহ। জম্মুতে অনুষ্ঠিত ২৭ তম জাতীয় থাং-টা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সোনাই’র প্রেয়সী সাব জুনিয়র ৪৪ কিলো বিভাগে রৌপ্য পদক জয় লাভ করেছে। চার দিন ব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ জম্মু’র এম এ স্টেডিয়ামে গত ১৮ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর সমাপ্ত হয়। এই চ্যাম্পিয়নশিপে ১৭ টি রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

মহর্ষি বিদ্যামন্দিরে পঞ্চম শ্রেণীতে পাঠরতা প্রেয়সী এর আগে রাজ্য চ্যাম্পিয়নশিপে জয় লাভ করে এবারে জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে।

এ বিক্রমজিৎ সিংহ ও প্রেমিলা সিংহ’র মেয়ে প্রেয়সী ছোটবেলা থেকে উত্তর-পূর্ব ভারতের মনিপুরের ঐতিহ্যবাহী এই মার্শাল আর্ট থাং-টা’র প্রশিক্ষণ নিচ্ছে। তাকে এই প্রশিক্ষণে সাহায্য করছেন তার শিক্ষিকা শিলচরের মেরিনা সিংহ ও মনিপুরের ঙানথোইবা সিংহ। লকডাউনের সময় সোনাইতে থাং-টা প্রশিক্ষণের জন্য একটি একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে বলে জানালেন প্রিয়সীর বাবা। সেখানেই দুই শিক্ষিকার সহযোগিতায় প্রেয়সী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। এই মার্শাল আর্ট থাং-টা ছাড়াও আঁকতে খুব ভালোবাসে সে।

ব্লু বেল্টের অধিকারী ছোট্ট প্রেয়সী এই জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে রজত পদক লাভ করে যদিও অত্যন্ত খুশি, তবে এই মার্শাল আর্ট ঘিরে তার আরও অনেক স্বপ্ন রয়েছে। ভবিষ্যতে আরও পদক জিতে বরাক উপত্যকার মানুষকে উপহার দেওয়ার এবং গর্বিত করার স্বপ্ন দেখছেন প্রেয়সী এবং তার মা-বাবা।

জাতীয় স্তরের এই চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক হাতছাড়া হওয়ায় পরবর্তীতে ‘খেলো ইন্ডিয়া’তে খেলার সুযোগ নিয়ে সন্দেহ থাকলেও একদম আশা ছাড়ছেন না প্রেয়সীর বাবা। এখানে উল্লেখ্য, জাতীয় স্তরের এই চ্যাম্পিয়নশিপে যারা স্বর্ণপদক লাভ করেন পরবর্তীতে তারা সরাসরি ‘খেলো ইন্ডিয়া’তে অংশগ্রহণ করতে পারেন। বিক্রমজিৎ বললেন, ‘তা সত্ত্বেও যদি ‘খেলো ইন্ডিয়া’র জন্য প্রেয়সী নির্বাচিত হয়, তাহলে সেটি হবে আমাদের জন্য অত্যন্ত খুশির খবর এবং বরাক উপত্যকার জন্য গর্বের।’ প্রেয়সী এই আর্ট ফর্ম নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাক, এটাই চান বিক্রমজিৎ।

Comments are closed.