Also read in

Protest against the Municipality Chairman Thakur: The movement's drama by Sushmita to suppress the scene she created in Delhi: Thakur responded.

গতকাল সকালে সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে যুব কংগ্রেস এক বড়োসড়ো বিক্ষোভ কর্মসূচি পালন করল শিলচর পৌরসভায়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি চেয়ারম্যান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর কে গলায় মালা দিয়ে ব্যঙ্গাত্মক সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেন তারা। বিনা অনুমতিতে কার্যালয় প্রবেশ করা নিয়ে পুরপতির সাথেসাথে দলীয় অন্যান্য কমিশনার রাও আপত্তি জানান। এইসব আপত্তি না মেনেই তারা পুরপতির কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহি করেন। “আপনাদের কাজের ফলে শহরে আজ চলাচল করার মতো পরিস্থিতি নেই – এই পরিস্থিতির জন্য আপনি সংবর্ধনা পাওয়ার যোগ্য । দুটোর আগে আপনি কার্যালয়ে আসেন না, আজ ১২টায় এসে হাজির হয়েছেন এর জন্যও আপনাকে ধন্যবাদ ” – এমনটাই ছিল বাক্যবাণ।

পরে সাংসদ সুস্মিতা দেব সংবাদ মাধ্যমে বলেন “প্রায়ই আমরা শুনতে পাই পুরসভাকে ১০০ কোটি – ২০০ কোটি টাকা দেওয়া হচ্ছে । অথচ পুরপতি বলেন পৌরসভা চালানোর মত টাকা তার কাছে নেই এবং সরকার টাকা দেয়না। আপনার দলের সরকার কেন টাকা দেয় না, এটা আপনিই তো দেখবেন ; জনগণ কেন কষ্ট করবে। পুরপতি নীহারেন্দ্র বাবুর নেতৃত্বে তিন সদস্যের এক সিন্ডিকেট চালাচ্ছে যাবতীয় দুর্নীতি । ভবন নির্মাণের অনুমতি দেওয়া, গোলদিঘি মলের পরিচালনা- এসব ক্ষেত্রে চলছে লাগামহীন দুর্নীতি। শিলচরের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পুরবোর্ড হচ্ছে বর্তমান বোর্ড। বিজেপি সারাদেশে লোক ঠকানোর কাজ চালিয়ে যাচ্ছে। কংগ্রেস প্রতিবাদের মাধ্যমে বিজেপির এই মুখোশ খুলে দেবে। প্রতিবাদ আগামীতেও জারি থাকবে” ।

অজিত সিং বলেন, “পুরসভার ব্যর্থতার জন্য শিলচরের নাম পাল্টে রাখা উচিত আবর্জনা ও দুর্গন্ধের শহর। শহরের অন্য এলাকা তো দূরে থাক পৌরসভা দপ্তরের ভেতরে এবং আশেপাশের এলাকাই আবর্জনাময়। দীর্ঘদিন ধরে পুরকর্মীদের বেতন ও বকেয়া রয়েছে।” বিধায়ক দিলীপ পালকে ও আক্রমণ করে বলা হয়, কাজের মানুষ – কাছের মানুষ ও স্বচ্ছ বলে দাবি করা দীলিপবাবু কেন এসব নিয়ে নিশ্চুপ রয়েছেন! এ দিনের আন্দোলন কর্মসূচিতে সংসদ সুস্মিতা দেবের সাথে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন পুরপতি তমাল বণিক, রণজিৎ রায় প্রমূখ উপস্থিত ছিলেন ।

জবাবে বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে পুরপতি নীহারেন্দ্র নারায়ন ঠাকুর বলেন, “গত সোমবার ভারত বন্ধের দিন দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে সুস্মিতা যা করেছেন, তা নিয়ে শিলচরের জনগণের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটা চাপা দিতেই আন্দোলনের নামে এই নাটক করছেন সুস্মিতা দেব।” গোলদিঘী মল নিয়ে সুস্মিতাকে প্রকাশ্যে বিতর্কে বসার জন্যও আহ্বান জানান ঠাকুর।

Comments are closed.