Also read in

Protest rally in Silchar; demands justice

শিশু কন্যার শ্লীলতাহানি, প্রতিবাদে মশাল মিছিল ঘুঙ্গুরে

গত ২০ ডিসেম্বর শিলচর এনআইটি সংলগ্ন বাবুটিলা এলাকার জনৈক সঞ্জীব ভট্টাচার্য নামের এক ব্যক্তি ১০বছরের একটি শিশু কন্যার শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় মানুষের দেওয়া এজাহারের উপর ভিত্তি করে পুলিশ লোকটিকে গ্রেফতার করেছে, তবে এলাকাবাসীরা এতে আশ্বস্ত নন। তারা শুক্রবার জেলাশাসক ডাঃ এস লক্ষ্মণনের হাত দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে একটি স্মারক পাঠিয়ে এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে আবেদন জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঘুঙ্গুর এলাকার প্রায় শতাধিক লোক মশাল মিছিল করে ঘুঙ্গুর থানা ঘেরাও করেন এবং পুলিশকে এই ঘটনার প্রেক্ষিতে চার্জ শিট তৈরি করার জন্য চাপ সৃষ্টি করেন।এলাকাবাসীর বয়ান অনুযায়ী ২০ডিসেম্বর দুপুরে সঞ্জীব ভট্টাচার্য নামের যুবক ওই এলাকারই ১০ বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে জঙ্গলে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এতে এলাকায় চাঞ্চল্য দেখা দেয় এবং তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় যুবক তথা তার পরিবারকে।

২১ ডিসেম্বর এলাকাবাসীরা দায়িত্ব নিয়ে যুবকের বিরুদ্ধে ঘুঙ্গুর থানায় এজাহার পেশ করেন এবং পুলিশ এর ভিত্তিতে যুবককে গ্রেফতার করে। তবে এলাকাবাসীরা মনে করছেন আদালতের বাইরে মামলাটি মিটিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসতে পারে এবং এতে পুলিশের তরফে দুর্বল চার্জশিট আদালতে পেশ করা হতে পারে। এসব যাতে না হয় তার জন্যই তারা পুলিশ তথা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তারা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিভিন্ন সরকারি আধিকারিকের কাছে স্মারক পত্র পাঠিয়ে তাদের আবেদন জানিয়েছেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তাদের আওয়াজ পৌঁছে দেবেন বলেও তারা জানিয়েছেন।রাষ্ট্রভাষা এবং
চা-জনজাতি উন্নয়ন মঞ্চের সভাপতি দিলীপ কুমার সহ অন্যান্যরা এদিন মিছিলে অংশগ্রহণ করেন।

Comments are closed.