সুপ্রভাত, আজ শনিবার, ২৫শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ১০ই জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
নির্বাচনী ফলাফল এবং সেই সংক্রান্ত বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকা গুলোর প্রথম পাতা জুড়ে রয়েছে।
দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,
বিল অ্যালার্জি উড়িয়ে লুইতপারে ভোট মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
প্রধানমন্ত্রী পদে মোদির ইস্তফা, নয়া মন্ত্রিসভা নিয়ে জল্পনা শুরু- আগামী সপ্তাহে শপথ, স্বরাষ্ট্র দপ্তর পেতে পারেন অমিত
আডবাণী, যোশীর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন নমো
প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,
পদত্যাগ মোদীর, ইস্তফা গ্রহণ করলেন কোবিন্দ, ৩০মে শপথ নমোর
স্বরাষ্ট্র- অর্থ- প্রতিরক্ষা- বিদেশ দপ্তর প্রসঙ্গে বক্স করে আছে,
বিগ ফোরে কারা, জল্পনা তুঙ্গে
দ্বিতীয় শিরোনামে ছবি সহ আছে,
দ্বিতীয় ইনিংস শুরুর আগে আডবাণী- যোশীর বাড়িতে মোদি
শপথ গ্রহণ প্রসঙ্গে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,
প্রটেম স্পিকের গাঙোয়ার, ৩০শে শপথ মোদি ব্রিগেডের।। অসমবাসির পক্ষে মোদিকে অভিনন্দন সর্বার
বিজেপি দলের বিজয় মিছিল নিয়ে বিভিন্ন খবর সবগুলো স্থানীয় পত্রিকায় গুরুত্ব সহকারে পরিবেশিত হয়েছে।
সাময়িক জানাচ্ছে,
করিমগঞ্জে কৃপার বিজয় মিছিলে পরিমল, দিলীপ সহ এক গুচ্ছ নেতা।।প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের মিলেছে অভাবনীয় জয় : রঞ্জিত
শিলচরের বিজয় মিছিল নিয়ে আছে,
কাউকে পরাজিত করতে এই জয় নয়, বার্তা রাজদীপের বিজয় মিছিল থেকে
যুগশঙ্খ লিখেছে,
“মোদি মোদি’ স্লোগানে শহর মাতালো রাজদীপের বিজয় মিছিল
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
বিজয় মিছিলে শহরের রাজপথে জন সুনামি
ক্যাব, কাগজ কল সহ জেলার উন্নয়নের প্রতিশ্রুতি রাজদীপের
কৃপার বিজয় মিছিলে জনতার ঢল- মিছিলে রঞ্জিত, পরিমল, দিলীপ
বিজেপি জেতায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের কথিত উল্লাস প্রসঙ্গে সাময়িকের খবর,
বিজেপি জেতায় উল্লাস: গৌতম রায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রদেশ কংগ্রেস
জয় শ্রীরাম বলা আমাদের জন্মগত অধিকার: গৌতম
প্রান্তজ্যোতি লিখেছে,
অনুশাসন মানলে গৌতম রায়কে দলে নিতে বাধা নেই : রাজদীপ
ছবিসহ সাময়িক প্রসঙ্গের অ্যাঙ্কর প্রতিবেদন,
কংগ্রেসে পদত্যাগের হিড়িক- পদ ছাড়তে পারেন রাহুল :: চরম বিপর্যয়ের কারণ খুঁজতে আজ সিডব্লুসি বৈঠক
সাময়িক প্রসঙ্গ একেবারে উপরে বক্স করে ছবি সহ এক দুঃখজনক খবর জানাচ্ছে,
সুরাটে কোচিং সেন্টারে আগুনে আহত ২০ পড়ুয়া
প্রথম পাতায় যুগশঙ্খের অন্য খবর,
আজ বেরোবে উচ্চ মাধ্যমিকের ফল
ব্রেক্সিটে ব্যর্থ! ইস্তফা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মে
ভেতরের পাতায় যুগশঙ্খের খবর,
মেডিকেল কাণ্ডে আগাম জামিন নিলেন ডাঃ শিল্পী রানী বর্মন
মিজোরামের সীমান্তের কচুরতল মসজিদে বিস্ফোরণ! কাঠগড়ায় মিজো দুষ্কৃতী
সোনাপুরে ধস নেমে বিচ্ছিন্ন যোগাযোগ
মোদি এবার তিস্তার জলবণ্টন চুক্তি করবেন, আশা বাংলাদেশের
শিলকুড়িতে রাম মন্দিরের উদ্বোধন, রবিবার থেকে পূজার্চনা
দুই এর পাতায় সাময়িকের খবর,
কাগজ কল পুনরুজ্জীবিত করার দাবিতে সাংসদ রাজদীপ সকাশে পরিষদ
ধলেশ্বরী নদীতে তলিয়ে গেলেন এক প্রৌঢ়, খোঁজ অব্যাহত
লঙ্গাইর বাঁধ ভেঙ্গে পাথারকান্দির বিস্তীর্ণ এলাকা প্লাবিত
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয়,
বিরোধীদেরও শিক্ষা দিলেন দেশের জনতা
দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদকীয় শিরোনাম,
মোদির কাছে সীমাহীন প্রত্যাশায় দেশ
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
কাশ্মীর সমস্যা ও পাকিস্তান
এবং
লক্ষ্যহীন শতবার্ষিকী উন্নয়ন ২০২০
খেলার পাতায় যুগশঙ্খের খবর,
ইন্ডিয়া ওপেন বক্সিংয়ে সোনা জিতলেন অসমের যমুনা
প্রান্তজ্যোতি জানাচ্ছে,
আজ বিশ্বকাপ প্রস্তুতিতে নামছে ভারত, পরীক্ষার মুখে চার নম্বর
সময়িকের খবর,
যুগশঙ্খ কাপ দিয়ে শিলচরে ফুটবল মরসুম শুরু হচ্ছে ২৭ মে
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.