Also read in

Ramkrishna Mission Maharaj hits the road with mop to clean Karimganj

করিমগঞ্জে স্বচ্ছতায় নামতে হল রামকৃষ্ণ মিশনের মহারাজা কে

বহুচর্চিত, বহুকথিত স্বচ্ছ ভারত মিশন করিমগঞ্জে মুখ থুবড়ে পড়েছে। বরাক উপত্যকায় সবচেয়ে পূতিগন্ধময়, আবর্জনার শহর হচ্ছে করিমগঞ্জ। রাজ্যপালের সফরের সময় এই আবর্জনাগুলো ঢেকে রাখার প্রয়াস সবার হাসির খোরাক হয়েছিল, কিন্তু অবস্থার কোন উন্নতি ঘটেনি। নাগরিকদের নূন্যতম সুবিধাগুলো দেওয়ার দায়িত্ব যাদের, তারা দিবানিদ্রায় রয়েছেন।

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সামনের নালাতে আবর্জনার স্তুপ জমে আছে, ফলে সামান্য বৃষ্টি হলেই মিশনের চারপাশ জলে জলাকার হয়ে যায়। এ নিয়ে মিডিয়াতে অনেকবার প্রচার করা হয়েছে। কিন্তু পুরসভা বা প্রশাসনের কোনো হেলদোল দেখা যায়নি। এই পরিস্থিতিতে রামকৃষ্ণ মিশনের আশেপাশে স্বচ্ছতা বজায় রাখতে নামতে হলো মিশনের মহারাজ শ্যামলানন্দজি মহারাজকেই । গতকাল মহারাজ নিজে গামছা পরে মিশনের সেবকদের নিয়ে নালা-নর্দমা সাফাইয়ের কাজে লেগে যান। পথচারী এবং আশেপাশে যারা ছিলেন, তারা এটা দেখে কিছুটা লজ্জিত বোধ করেন। কিন্তু পুরসভা বা প্রশাসনের লজ্জাবোধ নেই। খবরটা নিশ্চয়ই দপ্তরের কর্তাব্যক্তিদের কানেও গেছে, কিন্তু তারা লোক পাঠিয়ে সহায়তার কোনো ব্যবস্থা করেননি। ঘন্টা চারেক ধরে চলে এই সাফাই অভিযান।

মহারাজকে লোকজন এবং মিডিয়ার তরফ থেকে বিভিন্ন প্রশ্ন করলেও তিনি উত্তর দিতে অনীহা প্রকাশ করে কাজ করে যান । তিনি শুধু বললেন, “কে করবে কখন করবে, তা তো ঠিক নেই – নিজেরটা নিজেই ঠিক করে রাখতে হয়”।

করিমগঞ্জ শহরের স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব যাদের, তাদের ব্যর্থতা এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠল। আশা করা যাচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের এবার বোধোদয় হবে।

Comments are closed.