Also read in

Reactions pouring in; Politicians cut across party lines to say Tarun Gogoi's demise is the end of an era

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে রাজনীতিবিদরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর প্রয়াণে আন্তরিক শোক ব্যক্ত করেছেন

সুদীর্ঘ বছরের নিষ্কলঙ্ক রাজনৈতিক জীবন কাটিয়ে পরপারে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। স্বদলীয়রা ছাড়াও বিরোধীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তাঁর এই প্রয়ানে শ্রদ্ধা নিবেদন করেছেন বরাক উপত্যকার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।

দিলীপ কুমার পাল, শিলচরের বিধায়ক

প্রথমবার বিধায়ক হওয়ার পর প্রায় দেড় বছর যখন রাজ্য বিধানসভায় ছিলাম, তখন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ভাবধারা আলাদা হলেও তিনি কিন্তু মানুষ হিসেবে আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় ছিলেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়কদের সমালোচনা করতে তিনি দ্বিধাবোধ করতেন না। এই অল্প সময়ে তাঁর সঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি যেগুলো সারা জীবন মনে থাকবে। তার চিন্তাধারা অনেক স্বাধীন এবং উঁচুদরের ছিল, যাকে আমি সব সময় শ্রদ্ধা করতাম। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরোধীদলের বিধায়কদের কথারও গুরুত্ব দিতেন। তার মৃত্যু অবশ্যই রাজ্যের রাজনীতির ক্ষেত্রে ইন্দ্রপতন। রাজনীতিবিদ হিসেবে তার থেকে অনেক কিছু শিখেছি, তার মৃত্যুতে ব্যতীত। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।

রাজদীপ রায়, শিলচরের সাংসদ

রাজনৈতিক আদর্শগতভাবে আমরা বিরোধী হলেও একজন রাজনীতিবিদ হিসেবে তাকে সারাজীবন শ্রদ্ধা করেছি। প্রায় পঞ্চাশ বছর ধরে সক্রিয় এবং সফল রাজনীতিতে থাকা এক ব্যক্তি শুধুমাত্র অসম নয়, সমগ্র ভারতবর্ষে বিরল। বহুবছর ধরে সাংসদ ছিলেন, অসমের সবথেকে বেশি সময় থাকা মুখ্যমন্ত্রী তিনি। দেশে রাজনীতিতে তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। রাজনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। তার মৃত্যুকে অসমের রাজনীতির নক্ষত্র পতন হিসেবেই ধরে নিতে হয়। তার পরিবার পরিজন এবং বন্ধু-বান্ধবের প্রতি আমার সহমর্মিতা রয়েছে। একজন সহ রাজনীতিবিদ হিসেবে তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।

পরিমল শুক্লবৈদ্য, বন, মীন এবং আবগারি বিভাগের মন্ত্রী

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসমের রাজনীতিতে তাঁর অবদান অপরিসীম। তার নেতৃত্ব অসম রাজ্যের ইতিহাসে সবথেকে উজ্জ্বল, সবথেকে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। আগামীতে বহু প্রজন্ম তার কথা মনে রাখবে।

রাজ্য সরকারের সদস্য হিসেবে আমি তার মৃত্যুতে শোক ব্যক্ত করছি। তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।

আমিনুল হক লস্কর, আসাম বিধানসভার উপাধ্যক্ষ

প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মৃত্যুতে অত্যন্ত শোকাহত এবং বাকরুদ্ধ। তিনি রাজনৈতিক নেতা হিসেবে অনবদ্য ছিলেন, তার রাজনৈতিক ক্যারিয়ার সারা দেশের অন্যতম উজ্জল একটি দৃষ্টান্ত। যে উচ্চতায় তিনি পৌঁছে গিয়েছিলেন সেটা অন্তত উত্তর-পূর্বে আর কেউ স্পর্শ করতে পারেনি। প্রজন্মের পর প্রজন্ম তার রাজনৈতিক ভাবধারায় উৎসাহিত হয়েছে, তিনি অনেকের কাছে রাজনৈতিক গুরু। এখনও নতুন প্রজন্মের রাজনীতিবিদরা তাকে আদর্শ হিসেবে গণ্য করে।
তার পুত্র গৌরব গগৈ সহ পরিবারের সমস্ত সদস্যদের প্রতি আমার সহমর্মিতা রয়েছে। আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করছি, তার পরিবারকে এই কঠিন মুহূর্তে যেন পরম প্রভু শক্তি প্রদান করেন।

সুস্মিতা দেব, শিলচরের প্রাক্তন সাংসদ তথা রাজ্য কংগ্রেসের সদস্য

ভারতবর্ষের ইতিহাসে যখনই অসমের নাম আসবে তখনই তরুণ গগৈর কথা উল্লেখ করতে হবে, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। ১৫ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এটা রাজ্যের ইতিহাসে প্রথম এবং একমাত্র। খুব কঠিন সময়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সমর্থ হয়েছিলেন। তার কাছে অনেক পরামর্শ পেয়েছি যা আমার রাজনৈতিক জীবনের সফলতা এনে দিয়েছে। তার মৃত্যুতে আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত। যখন থেকে শুনেছি তিনি অসুস্থ, আমরা চিন্তিত ছিলাম। এবার তার মৃত্যুতে নিজেকে আবার অভিভাবকহীন বলে মনে করছি।

Comments are closed.